"বাংলাদেশের আঞ্চলিক উপন্যাস" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যানুযায়ী বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ। বাংলাদেশের মানুষের জীবনচর্যা, তার কর্ম ও মানসভুবন বিশ্লেষণসাপেক্ষে বলা যায়—বাংলাদেশ বহুবৈচিত্র্যের সমাহারসংযােগ ও স্বাতন্ত্রে সমৃদ্ধ। বিভিন্ন ভৌগােলিক অঞ্চল, পরিবেশ-পরিস্থিতি, প্রকৃতি-নিসর্গ, নদ-নদী এদেশবাসীর জীবনধারণ, জীবনধারণা ও মনস্তত্ত্বে সঞ্চার করেছে ভিন্নতর আবহ। এ-বিভিন্নতর জীবনবৈশিষ্ট্য পরিচিহ্নিত হয়েছে মানুষের জীবনভাবনা, উৎপাদনপ্রক্রিয়া, সংস্কার-কুসংস্কার, ধর্মচেতনা, আর্থ-সামাজিক-রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ভাষারূপের স্বতঃস্ফূর্ত চলমানতায়। ভৌগােলিক বিভিন্নতা ও বৈচিত্র্যের পাশাপাশি ভিন্ন ভিন্ন অঞ্চলভুক্ত জনগােষ্ঠীর স্বাতন্ত্রচেতনা, জীবন-অবলােকনের বিশিষ্ট প্রবণতা, তাদের জীবনবিন্যাসের ধারা, স্থানিক বর্ণিমা অনুযায়ী পৃথিবীর অন্যান্য ভাষার সাহিত্যের মতােই বাংলাদেশের সাহিত্যশিল্পে যুক্ত হয়েছে বিশিষ্ট এক রূপকল্প--আঞ্চলিক উপন্যাস। গ্রন্থটিতে কেবল আঞ্চলিক উপন্যাসের সমাজতত্ত্ব নয়, বিবেচিত হয়েছে এর শিল্পরীতি। বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামাে, ভূপ্রকৃতি-পরিবেশের মধ্য দিয়ে দ্বান্দ্বিকভাবে বিকাশমান মানবজীবনের বৈচিত্র্য সম্পর্কে এ গ্রন্থ আমাদের অভিজ্ঞতাকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করবে। গবেষকের সূক্ষ্ম সমাজদৃষ্টি ও গভীর জীবনবােধ এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের উচ্চতর গবেষণার ক্ষেত্রে এ গ্রন্থ, একটি মূল্যবান সংযােজন।