মহান আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁহার বান্দা আদম সন্তানকে সুপথগামী করিবার জন্য দুনিয়াতে একলক্ষ চব্বিশ হাজার, বর্ণনান্তরে দুইলক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বা নবী-রাসূল প্রেরণ করিয়াছেন। এই বিরাটসংখ্যক নবী- রাসূলদের মধ্য হইতে হাতে গোনামাত্র কয়েকজন নবী-রাসূলদের নামই আমরা জানি। অন্যদের কথা বাদ দিয়া যাঁহাদের নাম-ধাম জানা যায়, তাঁহাদের বিস্তারিত পরিচয় এবং জীবন ঘটনাসমূহ জানার আকাঙ্ক্ষা ও আগ্রহ থাকা প্রত্যেকের পক্ষে একান্তই স্বাভাবিক। আর তাহা জানা প্রয়োজনও বটে। পবিত্র কোরআন, তাফসীর এবং হাদীসে নববীই তাহা জানিবার প্রকৃত এবং মূল মাধ্যম। পবিত্র কুরআনে উল্লিখিত অনেক নবী-রাসূলগণের সংক্ষিপ্ত ও বৃহত্তর জীবনী যা পাওয়া যায় তা এই বইতে উল্লেখ করা হয়েছে। অনেক নবীগণের নাম শুধু নাম উল্লেখ আছে কিন্তু তাঁর ঘটনা বা কাহিনী উল্লেখ নেই। তার মধ্যে বিভিন্ন গ্রন্থাবলী অনুসন্ধান করে মোট ২৫ জন নবী ও রাসূলের জীবনী লিপিবদ্ধ করা হয়েছে। অতএব, আশা করি, পাঠক-পাঠিকা এ গ্রন্থখানা প্রাচীন যুগীয় পুঁথিগ্রন্থের ছন্দরস উপভোগ করিতে না পারিলেও ইহাতে বিবৃত ঘটনাবলীর স্বাদ ও রস যে সম্পূর্ণরূপে উপভোগ করিতে পারিবেন তাহাতে সন্দেহ নাই। বিবৃত ঘটনাগুলিতে হয়ত কিছুটা অতিরঞ্জিত বা অতিশয়োক্তি থাকিতে পারে, আমরা সেগুলিকে যথাসাধ্য পরিবর্তন ও পরিশুদ্ধ করিয়া গ্রন্থখানাকে নিখুঁত করিতে আপ্রাণ চেষ্টা করিয়াছি। সর্বশেষে উল্লেখ করিতেছি যে, এই গ্রন্থখানা রচনার ব্যাপারে আমার কেবলমাত্র পূর্বোল্লিখিত 'পবিত্র কুরআনে উল্লিখিত ২৫ জন নবী ও রাসূল 'নামক বাংলা গ্রন্থখানা ছাড়া ঐ নামের 'উর্দু কাছাছুল আম্বিয়ারাও সাহায্য গ্রহণ করিয়াছি। উদ্দেশ্য এই যে, যদি পাঠক-পাঠিকা মহল গ্রন্থখানা পাঠে তৃপ্তি লাভ করেন তবে আমাদের প্রচেষ্টাকে সার্থক মনে করিব।