"মুহস্বানাত: পবিত্র নারীদের পাঠশালায়" বইটি সম্পর্কে কিছু কথাঃ যাদের জীবনে অনেক দায়িত্ব। শৈশবকাল থেকেই তার সেই দায়িত্ব শুরু হয়ে যায়। কৈশোরের চৌকাঠে পা দিলেই বাবার বাড়ির সংসার গুছানোর দায়িত্ব চেপে বসে কাঁধে। তারপর বয়স হলে বিয়ে, বিয়ের পর শ্বশুর বাড়ি বা নিজের সংসার। স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের নিয়ে গড়ে ওঠে আরেকটি নতুন জীবন। এরই মাঝে কোল জুড়ে আসে এক চিলতে মায়া। সন্তানকে মানুষ করার ঝোঁক তখন চেপে বসে মাথায়। অনেক দায়িত্ব! আর সেই নারী যদি হয় আল্লাহর মনোনীত দ্বীনের প্রকৃত অনুসারী, তাহলে তো তার দায়িত্ব বেড়ে যায় কয়েকগুণ। সাথে যুক্ত হয় জবাব্দিহিতার ভয়। আল্লাহর সন্তুষ্টি কামনা, স্বামীকে খুশি রাখা, নিজেকে পর পুরুষের দৃষ্টি থেকে হেফাযত করা, সন্তানদের দ্বীনি পরিবেশ দেয়া, চারপাশের মানুষগুলোকে দ্বীনের পথে আহ্বান করা, একবিংশ শতাব্দীর বড় বড় ফিতনাগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া...আরও কত কি!
আল্লাহ সুব. তাআলা পবিত্রতা পছন্দ করেন। সেই পবিত্রতা দেহের, সেই পবিত্রতা আত্মার। একজন মুসলিমাহ নিজের দেহ, পোশাক, সৌন্দর্য, চরিত্র, আখলাক সবকিছুই পবিত্র রাখবে, কলুষিত হতে দিবে না। তারাই তো ‘মুহস্বানাত’, তাবৎ দুনিয়ার সবচেয়ে দামী সম্পদ।
"ভার্সিটির ক্যান্টিনে" বইটি সম্পর্কে কিছু কথাঃ গ্রন্থটি আরবের স্বনামধন্য আলেমেদ্বীন অসংখ্য গ্রন্থ প্রণেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডঃ মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফীর এক আলোড়ন সৃষ্টিকারী কাজ। তার ব্যতিক্রম বাচনভঙ্গি ও লিখনি আরব বিশ্বে ব্যাপক সমাদৃত। বক্ষমান গ্রন্থটির আরবের 'সরখাতুন ফি মাতআমিল জামিয়াতি' নামে লক্ষাদিক কপি ছাপা হয়ে পাঠকদের হাতে পৌঁছেছে। গ্রন্থটির বিষয়বস্তু ইসলামের সম্মানিত নারী জাতির পর্দার উপকারিতা এবং তাদের হেফাজত। কোরআনের আয়াত, শরয়ি দলিল, শিক্ষামূলক ঘটনা ও উপদেশ দ্বারা সজ্জিত। বর্তমান যুগের যুবক যুবতীদের জন্য এটি একটি উত্তম উপহার দারুল আরকাম আকর্ষণীয় সীমাহীন উপকারী এবং পূর্ণাঙ্গ অথচ সংক্ষিপ্ত এই গ্রন্থটি পাঠকের হাতে তুলে দিতে পেরে খুবই আনন্দিত। আমাদের আশা গ্রন্থটি অধ্যায়ন করে মুসলিম যুবক যুবতী সীরাতে মুস্তাকিমের দিকে অগ্রসর হওয়ার চাহিদা অনুভব করবে। আর এভাবেই হয়তো একদিন উম্মতের হারানো ঐতিহ্য ফিরে আসবে...
Title
পর্দা নিয়ে পাঠক রিভিউয়ের ভিত্তিতে নির্বাচিত সেরা ২টি বইয়ের প্যাকেজ