সর্বপ্রথম মহান আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার ছিন্নপত্রগুলো বই আকারে প্রকাশ হচ্ছে। কবিতা আমার কাছে মায়ের ভালোবাসার মতো। মায়ের কাছেই আবৃতি শিখেছি। মায়ের ভালোবাসা যেমন মানুষের অন্তরজুড়ে থাকে তেমনি কবিতা আমার অন্তরে জড়িয়ে থাকে। মনে পড়ে, তখন অনেক ছোট, নতুন স্কুলে যাচ্ছি চার বছর বয়সে ভারী মাইক্রোফোন হাতে নিয়ে স্কুলে কবিতা আবৃত্তি করছিলাম। মাইক্রোফোনটা এত ভারী ছিল যে আমার ছোট্ট হাতটা তার ভার বহন করতে পারেনি। আমার আবৃত্তির মাঝখানে মাইক্রোফোন আমার হাতে থেকে পড়ে যায়। এরপর আমি ভয় পেয়ে স্টেজ হতে দৌড়ে চলে এসেছিলাম। যারা প্রবাসে থাকেন তারাই জানেন যে প্রবাসে মানুষের হৃদয়জুড়ে থাকে দেশে ফেলে আসা বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব ও স্মৃতিময় শৈশব-কৈশোরের স্মৃতি। মনের অজান্তেই নিজের সাথে নিজে অনেক কথা বলা, যা কবিতায় প্রস্ফুটিত হয়। কবিতা হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। যেখানে অনেক অল্প কথায় মনের অনেক অনুভূতি সহজে প্রকাশ করা যায়। বই প্রকাশের জন্য আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন আব্বা-আম্মা, আমার স্বামী-সন্তানরা ও শুভাকাক্সিক্ষরা। তাদের মতামত আমাকে আরো লিখতে উৎসাহিত করে। আমার কবিতার মূলভিত্তি পারিবারিক সম্পর্ক, ইসলামিক মূল্যবোধ ও দেশপ্রেম। আশাকরি আমার কবিতাগুলি গতানুগতিক বলয়ের বাইরের পাঠকদের মনেও স্থান করে নিবে। আর ধন্যবাদ অবশ্যই প্রাপ্য আমার দ্বীপজ প্রকাশনি’কে, কারণ তারা খুব স্বল্প সময়ের মাঝেও আমার বইটি প্রকাশের ব্যবস্থা করেছেন।