কমডোর শহীদ সরওয়ার নিজাম, বিএন (অব.) বাংলাদেশ নৌবাহিনীর অসম সাহসী, নিজ পেশায় অত্যন্ত দক্ষ ও দায়িত্বশীল এবং সৎ একজন অফিসার ছিলেন। কর্মজীবনের শেষদিন পর্যন্ত তিনি ন্যায় এবং নীতির সাথে কোনোরকম আপস বা কম্প্রোমাইজ করেননি। নিজের জীবনের নানাকথা অতি সহজ সরল ভাষায় ও অকপটে তিনি সম্মানিত পাঠকদের জন্য তুলে এনেছেন এই বইয়ে। পেশাদার লেখক না হয়েও তিনি বেশ যতœ নিয়ে ও আবেগ দিয়ে অতিশয় নির্মোহ এবং নিরপেক্ষভাবে সাদাকে সাদা ও কালোকে কালো হিসেবেই উল্লেখ করেছেন। বইটি পড়ার সময় পাঠকবৃন্দ একাত্ম হয়ে প্রতিটি ঘটনা, প্রতিটি বর্ণনা নিবিড়ভাবে অনুভব করতে সক্ষম হবেন বলে অনুমিত হয়। এই বইয়ে অধিকাংশ বর্ণনায় নিজ কর্মজীবনের বিষয়াদি বর্ণিত হলেও যেকোনো শ্রেণি-পেশার পাঠকের মনোযোগ আকর্ষণে সক্ষম হবে। তা ছাড়া প্রতিটি বিষয় এবং ঘটনা আলাদা আলাদাভাবে উপস্থাপিত হওয়ায় অতি সহজেই ইপ্সিত পর্বটি পুনঃপঠন করা সহজ হবে। বাংলাদেশ নৌবাহিনীর বিগত দিনের অনেক সত্য তবে অজানা ঘটনা, অবিদিত কাহিনি এই বইয়ের মাধ্যমে জানা যাবে। একজন খাঁটি দেশপ্রেমিক, সর্বান্তকরণে বাংলাদেশি বাঙালি এবং বীর মুক্তিযোদ্ধা নৌবাহিনী অফিসারের নিজ জীবনের অভিজ্ঞতাসম্পন্ন সত্যকথন বর্তমান এবং ভবিষৎ প্রজন্ম জানতে পারবে ও নিজেদের চরিত্র গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।