নিউ ইয়ার্স ইভের বিশৃঙ্খলায় মুখরিত হলিউড। ২০২০-এর শেষ প্রহরে, বুলেট বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য গ্রেভইয়ার্ড শিফটের এলএপিডি ডিটেকটিভ রেনে ব্যালার্ড আশ্রয় নেয় এক ওভারপাসের নিচে। নতুন বছরের উন্মাদনা শুরু হতে না হতেই ব্যালার্ডের ডাক পড়ে এক ক্রাইম সিনে। জনাকীর্ণ এক স্ট্রিট পার্টিতে মৃত্যু হয়েছে এক অটো বডি শপের মালিকের। ব্যালার্ডের বুঝতে সময় লাগে না যে ঘাতক বুলেটটা আকাশ থেকে পড়তে পারে না। ব্যালার্ডের তদন্ত তাকে নিয়ে যায় আরেকটা অমীমাংসিত হত্যাকাণ্ডে যে কেসে কাজ করেছিল হ্যারি বশ। একই সময়ে, ব্যালার্ড পিছু নেয় এক পৈশাচিক ক্রমিক ধর্ষক যুগলের, যাদের সে নাম দিয়েছে মিডনাইট মেন। তারা ধর্ষণ করছে একের পর এক তরুণীকে, কিন্তু ফেলে যাচ্ছে না কোনো চিহ্ন। দুটো কেসই সমাধান করতে সংকল্পবদ্ধ ব্যালার্ড আবিষ্কার করে, অতিমারী এবং সাম্প্রতিক সামাজিক অস্থিরতার আঁচে বদলে গেছে তার ডিপার্টমেন্ট। সে অনুধাবন করে হীন মনোবলের ডিপার্টমেন্টে পাহাড় না ঠেলে তাকে সাহায্য খুঁজতে হবে বাইরে এবং সে নির্ভর করতে পারে এমন ডিটেকটিভ শুধু একজনই আছে- হ্যারি বশ। নতুন এবং পুরাতন দুই কেসের সংযোগ খুঁজতে জুটি বাধে দুই অপ্রতিরোধ্য ডিটেকটিভ। তবু এতো সহজে কি ধরা দেবে মিডনাইট মেন? কিংবা এত বছর লোক চক্ষুর আড়ালে থাকা নিষ্ঠুর শিকারি, যে নিজের রহস্য গোপন রাখতে বদ্ধ পরিকর, সেও কি হার মানবে কোনো কিছুর বিনিময়ে? "একটি মাস্টারপিস” – ভয় আর সামাজিক অস্থিরতায় ক্ষতবিক্ষত এক শহরে নিউ ইয়ার্স ইভে আঘাত হানা সচতুর খুনিকে ধরার লক্ষ্যে এলএপিডি ডিটেকটিভ রেনে ব্যালার্ড এবং হ্যারি বশের অপ্রতিরোধ্য যাত্রা। (পাবলিশার্স উইকলি) একটি সম্পূর্ণ চিত্তাকর্ষক প্রসিডিওরাল ... দ্য ডার্ক আওয়ার্স আপনাকে দেবে প্রচুর বিস্ময়কর দৃশ্য এবং সচতুর চমক। (টম নোলান, ওয়ালস্ট্রিট জার্নাল)
মাইকেল কনেলির জন্ম ফিলাডেলফিয়া পেনসি-লভেনিয়াতে ১৯৫৬ সালের জুলইয়ের ২১ তারিখে । বারো বছর বয়সে পরিবারের সাথে ফ্লোরিডায় চলে আসেন তিনি । ইউনিভার্সিটি অভ ফ্লোরিডায় অধ্যয়ন কালে রেমন্ড চ্যান্ডলারের বই আবিষ্কারের পর লেখক হবার সিদ্ধান্ত নেন তিনি । ফলশ্রুতিতে মেজর করেন জার্নালিজমে এবং মাইনর করেন ক্রিয়েটিভ রাইটিংয়ে । ১৯৮০ সালে গ্রাজুয়েটের পর প্রথমে ফ্লোরিডায় এবং পরে দেশের অন্যতম বৃহৎ সংবাদপত্র লস এঞ্জেলের টাইমসে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেন তারপর প্রথম উপন্যাস দ্য ব্ল্যাক একো সম্মানজনক মিস্ট্রি রাইটার্স অভ অ্যামেরিকা এডগার পুরস্কার জেতে ১৯৯২ সালে । নিউইয়র্ক টাইমস, বেস্টসেলার লেখক মাইকেল কনেলি এককালে পেশায় ছিলেন জার্নালিস্ট । বিশ্বব্যাপী কনেলি বাইয়ের আশি মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এবং অনূদিত হয়েছে পয়তাল্লিশটি ভিন্ন ভাষায় । দ্য দ্য ব্রাস ভার্ডিক্ট , দ্য লিংকন ল্য’ইয়ার-হ্যারি বশ উপন্যাসের সর্বোচ্চ বিক্রিত সিরিজ । বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় তার অবসর জীবন কাটাচ্ছেন ।