এই পুস্তকের তথ্যসংগ্রহ করা হয়েছে মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। তাঁদের মুখ থেকে গৃহীত তথ্যগুলোই এখানে সন্নিবেশিত হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই হয়ত লেখার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরতে পারেন না, কিন্তু ইতিহাসের পাতায় তাঁদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা প্রয়োজন। এভাবেই মুক্তিযুদ্ধের তথ্য মুখের কথার মাধ্যমে ইতিহাস হিসেবে সংরক্ষিত হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে মহান মুক্তিযুদ্ধের সময় যারা দেশটাকে ভালোবেসে প্রাণ দিয়ে গেছেন তাঁদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই লক্ষ্যে তাঁদের ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্তসমূহ যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই পুস্তকে। মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার আলোকে রচিত ধারাবাহিক এই পুস্তকটিতেও ওরাল হিস্ট্রি বা মুখের কথার ইতিহাস উপস্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধের ঘটনার আলোকে রচিত এই ধারাবাহিক পুস্তকটিও পাঠক সমাজে স্থান করে নিতে পারবে বলে আশা করা যায়। ‘দেশটাকে ভালোবেসে-৭’ পুস্তকটি ইতঃপূর্বে প্রকাশিত ‘দেশটাকে ভালোবেসে-১’, ‘দেশটাকে ভালোবেসে-২’, ‘দেশটাকে ভালোবেসে-৩’, ‘দেশটাকে ভালোবেসে-৪’, ‘দেশটাকে ভালোবেসে-৫’ এবং ‘দেশটাকে ভালোবেসে-৬’ এর ধারাবাহিকতায় বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে।