মুক্তিযুদ্ধের মূল বৈশিষ্ট্য গণহত্যা ও নির্যাতন। পুস্তকটিতে গণহত্যা, বধ্যভূমি, পাকিস্তান সেনাবাহিনী ও তাদের সহযোগীদের নৃশংসতা আর বর্বরতার কথা ছাড়াও মুক্তিযোদ্ধা ও গণমানুষের সাহসিকতার ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের সহযোগীদের দ্বারা যে অমানুষিক নির্যাতন ও নির্মম গণহত্যা চালানো হয়েছে, তার সঙ্গে জড়িয়ে আছে হৃদয়বিদারক ইতিহাস। বাংলাদেশের অসংখ্য বধ্যভূমি ও গণকবর হচ্ছে এই নির্মমতার সাক্ষী। অধিকার বঞ্চিত মানুষদেরকে সাহায্যের জন্য তখন কেউ দাঁড়াতে পারে নি। তাঁরা অকাতরে তাঁদের জীবন দান করেছেন এই মাটির জন্য। ওরাল হিস্ট্রি বা মুখের কথার ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়েছে পুস্তকটিতে। এসব তথ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রচেষ্টা অব্যহত থাকবে। তাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার জন্য তাদেরকে গনহত্যার তথ্য সম্বন্ধে অবগত করা অপরিহার্য। ধারাবাহিক এই পুস্তকটি পাঠক সমাজে স্থান করে নিতে পারবে বলে আশা প্রকাশ করছি। দেশটাকে ভালোবেসে-১০’ পুস্তকটি ইতঃপূর্বে প্রকাশিত ‘দেশটাকে ভালোবেসে-১’থেকে ‘দেশটাকে ভালোবেসে-৯’ এর ধারাবাহিকতায় বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে।