“হৃদয় দর্পণে” প্রবাসী কবি মুহাম্মদ সফিকুল ইসলামের প্রথম একক কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটিতে রয়েছে ৯৮ টি কবিতা, ছোট সোনামণিদের জন্য ছড়া, হামদ নাত এবং কাসিদা। অনবদ্য ছন্দে লেখা এই কাব্যগ্রন্থটি সর্বশ্রেণির পাঠকদের উপযোগী করতে কবি সবিশেষ যত্ন নিয়েছেন। এই কাব্যগ্রন্থটিতে যেমন রয়েছে মাতৃভাষা, মাতৃভূমি এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে কবিতা (যেমন; একুশের দুটি কবিতা, বিজয় এসেছে এবং শহীদ দিয়ানত আলী ) তেমনি রয়েছে প্রকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জীবন ও সংস্কৃতি, দেশপ্রেম এবং সামাজিক পরিবর্তন সম্পর্কিত কবিতা (যেমন; হারানো দিনের কাব্য, আমাদের গ্রাম, মাতৃভূমির প্রতি, প্রকৃতির সান্নিধ্যে, সাপের ভয়ে, কাইজা, স্মৃতিতে শরৎ, জামাই আদর, পল্লী বর্ষা, তবু আজো বৃষ্টি দেখি, বসন্তের আগমনে, স্বপ্ন বোনার দিন, পিঠা পার্বণ, কাঁঠাল, ঘুড়ি, কাজের ফাঁকে, বৃষ্টিতে আর হয়না ভেজা, ভরা বর্ষায় ঠাকুরবিলে, সাগর পাড়েসহ অসংখ্য কবিতা ), মানবজীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং জীবন ঘনিষ্ঠ প্রেমের কবিতা (যেমন; অমর, সাথীহারা, রবি উল ইসলাম, বৈপরিত্য, একজন প্রবাসীর কান্না, একটি কালরাত ও এক আহত মায়ের গল্প, অভিমান, স্ত্রীর প্রতি, নারী, বন্ধুর স্মরণে, বিজয়ী, চিঠি, সহোদর, পিতৃহীন, বন্ধু আমার, দুখের কাহন, সুখের হাসি, মায়ার বাঁধন প্রভৃতি ) সমসাময়িক দেশ ও বিশ্ব প্রেক্ষাপটে লেখা কবিতাসমুহ(যেমন; নির্বাক,মহামারী করোনা প্রেক্ষাপট ২০২০, বিশের বিদায়, সাম্যের গান গাই ,পথ বড় বন্ধুর, ফাঁদ, সিলেটের বন্যা ২০২২, পদ্মা সেতু, একটি সাহসী স্বপ্নের অপমৃত্যু, এক মৃত্যুপুরীর গল্প, আত্মগর্বী, উপদেশ, নারীবাদ, ফেসবুকের বন্ধু, পোরট্রেট, মা দিবসের ভাবনা, কবি নজরুল স্মরণে প্রভৃতি), ধর্ম, মূল্যবোধ এবং নৈতিকতা সম্পর্কিত কবিতা (যেমন, ইরফান উল কুরআন, মহানবী( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), মুজাম্মিল, বাবা দিবস, মা দিবসের ভাবনা, গোরস্থান, রোজার শপথ, রক্তাক্ত কারবালা, নামাজ, দীদারে মোস্তফা, চাই নবীজির শাফায়াত প্রভৃতি)। মাতৃভূমি ছেড়ে সুদূর আমেরিকায় বসবাস করলেও কবির অন্তরে রয়েছে দেশ, মাটি ও দেশের মানুষের প্রতি গভীর মমত্ববোধ যা তাঁর বিভিন্ন কবিতায় অত্যন্ত চমৎকারভাবে প্রতিভাত হয়েছে। “হৃদয় দর্পণে” কাব্যগ্রন্থটি মূলতঃ কবির হৃদয়ে উদিত হওয়া জীবন ঘনিষ্ঠ বহুমুখী ভাবনার কাব্যিক রূপ। এই কাব্যগ্রন্থটি পাঠে পাঠকের মনে হবে এ যেন তারই হৃদয়ের বিমূর্ত ভাবনা যা কবির কালির আঁচড়ে মূর্তিমান হয়ে উঠেছে।