কখনো কি সত্য মিথ্যের দ্বন্দ্বে জড়িয়েছেন? কোনটি বেশি সহজলভ্য? সত্য; নাকি সত্যের মুখোশ পড়া মিথ্যে? যদি এ প্রশ্নের উত্তর খুঁজতে চান, একবার হলেও বইটি পড়ে দেখা উচিত। আচ্ছা, একটি পুলিশ অথবা একজন সিরিয়াল কিলারের মধ্যে কোন পক্ষে আপনি নিজেকে দেখতে চান, সত্যের সন্ধান আপনাকে কে দেবে? খুবই সহজ প্রশ্ন, তাই না? গ্যারান্টি দিচ্ছি, ঠিক এখানে এসেই আপনি কিছুক্ষণের জন্য হলেও সত্য-মিথ্যার পার্থক্য ভুলে যাবেন। মিথ্যাকে সত্য কিংবা সত্যকে মিথ্যা ভাবার মতো ভুল তো আপনারও হতে পারে! আপনি কোন মানুষটি হতে চান? যে মানুষটি বুলেটের মুখে দাঁড়িয়ে মৃত্যুকে বরণ করে নেয়, নাকি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অন্যের জীবন নিয়েও শঙ্কিত হয় না? সে সিদ্ধান্তও আজ আপনারই হাতে। যেই মানুষটি পালিয়ে গিয়েছিল মৃত্যুর ভয়ে, সে কি সত্যিই পালিয়ে গেছে? নাকি মৃত্যুকে জয় করেছে, এ প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন খুব শীঘ্রি। তবে ভাতের প্লেটে মানুষের মাংসের স্বাদ কিংবা রান্নাঘরে নেহালের লাশ পড়ে থাকার মতো ঘটনাগুলো কেউ এড়িয়ে যেতে চাইবেন না নিশ্চয়ই। এ ঘটনাটির ভবিষ্যৎ জানতে চাইলে অবশ্যই ‘শ্বাপদ’ বইটি পড়ে নেবেন। নয়তো সত্য মিথ্যার দ্বন্দ্বে পড়ে কারও প্লেটের ‘ডিশ’ হবার মতো ভুল যেন আবার করে না বসেন!