“খোঁজে কোন সন্ধ্যাতারা” বই একটি সাইকোলজিক্যাল হরর বই৷ আমাদের চারপাশে এমন কিছু প্যারানরমাল ঘটনা ঘটে থাকে যা নিজেদের সাথে না ঘটলে কিংবা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। বিজ্ঞানের যুগে এসব ঘটনা কুসংস্কার বলে উড়িয়ে দেয়া হয়। কিন্তু এমন অবিশ্বাস্য ঘটনার স্বীকার হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে। এই বইয়ের লাল পুতুল রহস্য গল্পে এমনই এক প্যারানরমাল ঘটনার কথা বলা হয়েছে। যেখানে গল্পের চরিত্র তাহমিনা এক ভয়ংকর পরিস্থিতির স্বীকার হয়। সেই ভয়ংকর পরিস্থিতি থেকে মেয়েটিকে বাঁচাবার জন্য তার হাজবেন্ড আপ্রাণ চেষ্টা চালায়। শেষ মুহুর্তে তাহমিনাকে বাঁচাতে পারে কি না তা নিয়েই এগিয়ে যায় এই লাল পুতুল রহস্য গল্পটি। পৃথিবীতে কিছু মানুষের আধ্যাত্মিক ক্ষমতা থাকে। কিন্তু এই ক্ষমতা গোটা জীবনের জন্য থাকেনা। কিছু নির্দিষ্ট সময়ের পরে এই ক্ষমতা হারিয়ে ফেলে। “সিনথিয়ার ডায়েরী” গল্পটি এমনই এক কাহিনী নিয়ে এগিয়ে চলে। মানুষ ঘুমিয়ে যা স্বপ্ন দেখে সে স্বপ্নে কোনো না কোনো ব্যাখ্যা থাকে। যে স্বপ্নের ব্যাখ্যা বের করা যায় না হতে পারে স্বপ্নটি কোনো ভালো কাজের সাইন কিংবা জীবনের কোনো ভয়ংকর খারাপ কাজের এক প্রতিচ্ছবি ফুটে উঠে। মানুষের জীবন এবং স্বপ্ন অনেকটা পেন্ডুলামের মতো দোলে। পেন্ডুলাম গল্পটি পাঠকের মস্তিষ্কের এক পরীক্ষা নিবে।