ইউরোপ কিংবা আমেরিকা নয়, আধুনিক বিশ্বে নারীর রাজনৈতিক জয়যাত্রা শুরু আমাদের এই মহাদেশে থেকেই। বিগত শতাব্দীর ষাটের দশকের শুরুতে সিরিমাভো বন্দরনায়েকের দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র সিলনের (শ্রীলঙ্কার) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মাধ্যমে বিশ্বের প্রথম নারী সরকারপ্রধান হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ষাটের দশকের মাঝামাঝি ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন। তিনি আধুনিক বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান। বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন আর্জেন্টিনার ইসাবেল ডি পেরন। তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তার স্বামী জোয়ান পেরন হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হন। তবে বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হলেন আইসল্যান্ডের ভিগদিস ফিনবগিদত্তে। ১৯৮০ সালে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর আরো তিনটি নির্বাচনে বিজয়ী হয়ে তিনি মোট ১৬ বছর আইসল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মুসলিম বিশ্বের প্রথম নারী সরকারপ্রধান হলেন বেনজির ভুট্টো। তিনি পাকিস্তানের প্রথম নারী সরকারপ্রধান। ১৯৮৮ সালে তিনি পাকিস্তানের প্রধামন্ত্রী হন। বেনজির ভুট্টো বিশ্বের প্রথম নারী সরকারপ্রধান যিনি ক্ষমতাসীন অবস্থায় সন্তান জন্ম দেন।
বেশ, শেষতক খুশির খবর হলাে জাকিরের গল্পগুলাে গ্রন্থভুক্ত হয়েছে। আমরা যারা পাশাপাশি থেকে লেখালেখি করছি কিংবা সাহিত্যচর্চায় নিজেদের নিমগ্ন রেখেছি। তাদের মধ্য থেকে জাকিরকে আলাদা করে বিশ্লেষণ করার বৈশিষ্ট্য ওর আছে। মিতভাষী জাকির লেখালেখিতে দারুণ কথাপ্রিয় মাধ্যমিক শেষের বছর দুই আগে শরৎচন্দ্রের দত্তা পড়ার পর ওর মনে হয়েছে চাইলে লিখতে পারবে। কঁচি বয়সের এই আত্মবিশ্বাস পড়ালেখার পাশাপাশি বাবার কিনে দেওয়া কলমটি ব্যবহার করেছে নিজের লেখালেখিতে! ২০১০ সালে কলেজে পড়াকালে জাকিরের লেখা অক্ষরগুলাে প্রথমবারের মতাে ঠাই করে নেয় জাতীয় দৈনিকে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ধারাবাহিক ফাউন্টেনপেনের পাশে নিজের লেখা। ব্যাপারটা ছিল নিঃসন্দেহে অনুপম অনুপ্রেরণার। ২০১৭ সালে ‘দৈনিক কালের কণ্ঠ’ আয়ােজিত গল্প প্রতিযােগিতায় ‘ভালােবাসার ইরেজার’ গল্পের জন্য পেয়েছে সেরা গল্পকারের পুরস্কার। গােটা গােটা লেখাগুলাে কথা বলে চলেছে লিটলম্যাগ, অনলাইন পত্রিকা ও সাময়িকীতে। ব্যবস্থপনায় গ্র্যাজুয়েট জাকিরের জন্ম ২৭ জুন ১৯৯৩। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ঝর্ণাপাড়ায়। গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। মা-বাবার তিন সন্তানের মধ্যে জাকির প্রথম ও একমাত্র ছেলে।