মানুষের জীবন পরিচালনার জন্য পথপ্রদর্শক দরকার আর আমরা এই দিক নির্দেশনা পাই ধর্মচারণ আর মনীষীদের কাছ থেকে। ২০১৬ সাল থেকে আমি এই উক্তিগুলি সংগ্রহ করি বিভিন্ন গ্রন্থ, পত্রিকা, গুণিজনদের বক্তব্য, নাটক ও ইন্টারনেট থেকে। আসলে নতুন প্রজন্মের জন্যই মূলত আমার এই প্রচেষ্টা। আমি বাংলাদেশকে নিয়ে ভীষণভাবে আশাবাদী কারণ আমাদের গৌরব করবার মতো রয়েছে রবীন্দ্রনাথ, রয়েছে বঙ্গবন্ধু, রয়েছে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। এদেশের কৃষক, শ্রমিক, জনতা পরিশ্রমী। মাটি উর্বর, নদী পলিমাটি বাহিত। আমাদের চার কোটি শিক্ষার্থী আছে যা অধিকাংশ দেশের জনসংখ্যার চাইতেও বেশি। তাই আমি বিশ্বাস করি আমাদের প্রজন্ম যদি সঠিক পথে চলে তাহলে আমাদের এই অগ্রযাত্রা আরও বেগবান হবে, স্থায়ী হবে। জীবন বদলে দেওয়া উক্তি বইটি পড়ে কেউ যদি প্রেরণা পায়, স্বস্তি পায়, জীবন পরিচালনার দিকনির্দেশনা পায়, মানুষে মানুষে ভাবের আদানপ্রদান সহজ ও প্রাণবন্ত হয় তবে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। কোনো শিক্ষাবিদ, সমাজপতি, লেখক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি বা শিল্পপতি এই বইটা পড়ে থাকেন তাহলে তাদের প্রতি আমার অনুরোধ, এখান থেকে যে উক্তিটি মনে হবে সমাজের জন্য হিতকর, নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক আপনারা মানুষকে তা বলবেন বিশেষ করে নতুন প্রজন্মকে। এখানকার অনেক উক্তিই কারো কারো পূর্বের পড়া হয়ে থাকবে- এটা জেনেও আবার আমি তা সংকলনে অন্তর্ভুক্ত করেছি কারণ ভালো কথা বারবার বলা যায়। তারপরও কারো কাছে পুনরাবৃত্তি মনে হলে আমি অগ্রিম ক্ষমা চেয়ে রাখছি। এই ভূমিকাটি লিখতে গিয়ে শংকরের একটি উক্তি মনে পড়ে গেলো ‘পা থাকলে হাঁটা যায় কিন্তু হাত থাকলেই লেখা যায় না’Ñ এটা আমিও বুঝতে পারলাম আমার এই অপচেষ্টার সময়। যেসকল মহান মনীষীর বাণী এই গ্রন্থে সংকলিত হয়েছে তাঁদের প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আমি চাই প্রতিটি মানুষ তাঁর বাসনা মতো বেড়ে উঠুক। সকল মানুষের পারিবারিক বন্ধন অটুট থাকুক, জগতের সকল সৎ ইচ্ছার জয় হোক। সকলে সুস্থ এবং আনন্দে থাকুন।