১। তৃতীয় বর্ষের গণিত বিভাগের যেকোনো শিক্ষার্থীদের জন্য ”ওয়ান বুক ওয়ান ইয়ার” বইটিই যথেষ্ঠ। ২। শুধুমাত্র পাস করার জন্য নয় বরং বইটি পড়ে শিক্ষার্থীরা খুব ভাল ফলাফল করতে পারবে। ৩। বইটিতে ২০২০ সালের প্রশ্নসহ বিগত ৮ সালের প্রশ্নের সমাধান এবং মানবন্টন দেওয়া আছে, যেটা দেখে শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারবে কোন কোন অধ্যায় তাদের জন্য পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ। ৪। বইটিতে ৩য় বর্ষের সকল বিষযের সকল সালের প্রশ্নের সমাধান নির্ভুলভাবে এবং সহজ পদ্ধতিতে করা আছে বিশেষ করে লিনিয়ার প্রোগ্রামিং (খরহবধৎ চৎড়মৎধসসরহম) যা বাজারে প্রকাশিত অন্য কোনো বইতে এত সুন্দর ভাবে করা নাই। ৫। তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আশা আকাক্সক্ষা পূরণের লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন বিভাগের অভিজ্ঞ অফিসারদের নিরলস সাধনা ও পরিশ্রমের ফসল ”ওয়ান বুক ওয়ান ইয়ার” । ৬। তথ্য ও প্রযুক্তি বিভাগের অফিসারদের নিরলস প্রচেষ্টায় বইটিকে আকর্ষণীয় করা হয়েছে যা বাজারের সকল বই থেকে ভিন্ন। ৭। শিক্ষার্থীদের সুবিধার্থে বইটিকে ২ খন্ডে বিভক্ত করা হয়েছে । যার প্রথম খন্ডে আছে ১. বিমূর্ত বীজগণিত ২. বাস্তব বিশ্লেষণ ৩. সাংখ্যিক বিশ্লেষণ ৪. জটিল বিশ্লেষণ