স্নেহাস্পদ এইচ. এম মেহেদী হাসানের ‘সাবাস বাংলাদেশ’ গ্রন্থটি আমাদের তরম্নণ প্রজন্মের চিন্তা-চেতনাকে শাণিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র হিসেবে ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে তার বিভিন্ন পর্যায়ে, মেহেদী হাসানের আদর্শভিত্তিক অবস্হান নবীণ প্রজন্ম সম্পর্কে আমাদেরকে আশাণ্বিত করে। বর্তমান বৈশ্বিক এই কঠিন সময়ে রচিত মেহেদীর গ্রন্থটি পাঠ করলে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের আলোকময় দিনগুলো ও ৭৫-এর পরবর্তী সময়ের বৈপরীত্য আমাদের স্মৃতিতে ভেসে আসে। দেশের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রশাসনের বিস্ময়কর ও অভূতপূর্ব ভূমিকাও বইটিতে সন্নিবেশিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সমাপ্তির এ সময়ে ‘সাবাস বাংলাদেশ’ গ্রন্থটি আমাদের বিবেক ও মননে গভীর রেখাপাত করবে বলে আমার বিশ্বাস। বিশ্বমানব মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু ও মানবতার জননী, বিশ্বের সেরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গ্রন্থটি রচনা ও প্রকাশের জন্য আমি গ্রন্থকার ও প্রকাশককে অভিনন্দন জানাই। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মেহেদীর বহুমুখী কর্মকান্ডের সাথে আমি পরিচিত। তার প্রবন্ধ -নিবন্ধ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়। প্রত্যাশিত স্মার্ট বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে বিভিন্ন সভা-সমাবেশে মেহেদীর সরব উপস্হিতি যুব সমাজের মন মানসিকতা উপলদ্ধিতে আমাদেরকে প্রভূত সাহায্য করে। এইচ. এম মেহেদী হাসান রচিত ‘সাবাস বাংলাদেশ’ গ্রন্থটির বহুল প্রচার কামনা করি ও লেখকের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। (প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক) সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালনা বোর্ড সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
লেখক, কলামিস্ট, সাংবাদিক ও গবেষক এইচ এম মেহেদী হাসানের জন্ম ১৯৮৭ সালের ৯ ডিসেম্বর মাদারীপুর জেলার কালকিনি থানার বাঁশগাড়ী ইউনিয়নের উত্তর বাঁশগাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর বাবা হাজী আবদুল আলীম হাওলাদার একজন সহযোগী মুক্তিযোদ্ধা, মা হাজী মানোয়ারা বেগম। এইচ এম মেহেদী হাসানের লেখালেখি স্কুল জীবন থেকেই শুরু তবে ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি দৈনিক আমার সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি ও দৈনিক সকালের সময় পত্রিকার সহকারী সম্পাদক । এইচ এম মেহেদী হাসান নিয়মিত জাতীয় পত্রিকায় সমসাময়িক কলাম লিখেন পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ওপর তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে গবেষণা করছেন। তিনি তাঁর গ্রন্থে বাংলাদেশের অভ্যুদয়, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেছেন। তাঁর নতুন গ্রন্থ ' বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ হাসিনা ' গত বছর অমর একুশে গ্রন্থমেলায় ' মেহেদী'র রাজনৈতিক চাষাবাদ ' বইটি ব্যাপক সাড়া পায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে ব্যাপক উৎসাহ উদ্দিপনা যোগায়। এবারেরও গ্রন্থটিও ইতিমধ্যে-ই অনেক সাড়া জাগাচ্ছে।