বাংলা কাব্যধারায় সত্যেন্দ্রনাথের স্থান সুপ্রতিষ্ঠিত। এক সময়ে তাঁর কবিতা অসামান্য জনপ্রিয়তা লাভ করেছিল। পরবর্তীকালে তাঁর কবিখ্যাতি কিছুটা হলেও তাঁর কাব্য-কৃতিত্ব কেউই অস্বীকার করেননি। সত্যেন্দ্রনাথের কবিতা নিয়ে অনেকেই সবিস্তারে আলোচচনা করেছেন। কিন্তু সত্যেন্দ্রনাথের পূর্ণাঙ্গ জীবনী আজও লেখা হয়নি। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 'সাহিত্য-সাধন-চরিতমালা'য় কবির জীবনী রচনাকালে দেড় পৃষ্ঠাও ব্যয় করেননি, অথচ ১৩৫৪ সালে তাঁর পক্ষে সত্যেন্দ্রনাথ সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করা সম্ভব ছিল। কবির মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরে বর্তমান সম্পাদক যখন সত্যেন্দ্রনাথের জীবনী লেখার চেষ্টা করেন তখন দেখা যায় তথ্যের অভাবে পূর্ণাঙ্গ জীবনী-রচনা প্রায় অসাধ্য অলোক রায়, 'জীবন-কথা', বিশু মুখোপাধ্যায় সম্পাদিত কবি সত্যেন্দ্রনাথের গ্রন্থাবলী, প্রথম খণ্ড কলিকাতা, ১৯৭১, পৃ. ২৩-৩৩)। প্রথম প্রয়াসের পর আরো কিছু নতুন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে, এবং নতুনভাবে আর একবার কবির জীবনী লেখার প্রয়োজন অনুভব করছি। আশা করি এইভাবে বারবার চেষ্টার মধ্য দিয়ে সত্যেন্দ্রনাথের জীবনকথা সম্পূর্ণতর হয়ে উঠবে, এবং ভবিষ্যৎ জীবনীকার কবির জীবন ও কাব্য ব্যাখ্যায় সফল হবেন। বংশ পরিচয়- সত্যেন্দ্রনাথ পশ্চিমবঙ্গের একটি প্রাচীন বঙ্গজ কায়স্থ পরিবারের সন্তান। তাঁর পূর্ব পুরুষ রাজবল্লভ দত্ত টাকীর নিকটবর্তী গুঁড়া গ্রামের সন্নিহিত গন্ধর্বপুর থেকে এসে নবদ্বীপের ক্রোশ উত্তরে চুপীতে বসবাস শুরু করেন। রাজবল্লভের অন্যতম পুত্র রামশরণ। রামশরণের চতুর্থ পুত্র পীতাম্বর। পীতাম্বর দত্তের একমাত্র পুত্র অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬) উনিশ শতকে বাংলা গদ্যের একজন প্রধান লেখক, 'তত্ত্ববোধিনী পত্রিকা'র সম্পাদক (১৮৪৩- ১৮৫৫) হিসাবে খ্যাতকীর্তি। অক্ষয়কুমার তিনপুত্র-চন্দ্রকুমার, হেমচন্দ্র ও রজনীনাথ। রজনীনাথের একমাত্র পুত্র সত্যেন্দ্রনাথ।