"শিশু বিকাশ-২: আধুনিক বিকাশ তত্ত্ব, বিকাশ জনিত সমস্যা ও সমাধান" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ শিশু বিকাশ সিরিজের এই দ্বিতীয়খণ্ডে বিকাশের আধুনিক তত্ত্ব ও বিকাশকালীন সমস্যা-সঙ্কট সমাধানের প্র্যাকটিক্যাল। উপায়গুলাে তুলে ধরা হয়েছে। শিশুর বিকাশ সম্বন্ধে জানলে এটি শুধু সন্তান-প্রতিপালনে। আমাদের সক্ষম করে তুলে তা নয়, আমাদের নিজেদের বুঝতে, চিনতে সাহায্য করবে। বিকাশ প্রক্রিয়ায় কোন ঘাটতি বা বিচ্যুতি থাকলে, তা জেনে নিয়ে আত্বউন্নয়নের কাজেও সহায়ক হবে। সব ধরনের বিকাশ, বিশেষ করে শারিরীক বিকাশ, ভাষাগত বিকাশ, সামাজিক বিকাশ, আবেগগত বিকাশ, মেধা বিকাশ, নৈতিক বিকাশ, যৌন বিকাশ-এর ধারাক্রম ও প্রক্রিয়া নিয়ে যেমন আলােচনা রয়েছে, তেমনি বিকাশ জনিত কারণে বিচ্যুতি ও ত্রুটি কি কি হতে পারে ও সেসব সংশােধন করার বিজ্ঞানসম্মত পন্থাসমূহও বর্ণনা করা হয়েছে। এ কারণে বইটি যেমন সকল মা-বাবা-শিক্ষক অভিভাবকদের কাজে লাগবে, তেমনি প্রত্যেক মানুষেরই নিজেকে জানা, বােঝা ও আত্ব-মূল্যায়নের কাজে সহায়ক হবে। ফলে নিজের অপূর্ণতা, বিচ্যুতিগুলাে কাটিয়ে আত্বউন্নয়ন করা সম্ভব হবে। এটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়ােজনীয় বই। অভিভাবকসহ আত্ব-উন্নয়ন। প্রত্যাশী সবারই কাজে লাগবে। এ ছাড়া ডাক্তার, মনােচিকিৎসক, মনােবিজ্ঞানী, সাংবাদিক, সমাজকর্মী ও গবেষকদের জন্যও বইটি প্রভূত সহায়ক বলে বিবেচিত হবে।
Title
শিশু বিকাশ-২: আধুনিক বিকাশ তত্ত্ব, বিকাশ জনিত সমস্যা ও সমাধান
অধ্যাপক ডা. মােঃ তাজুল ইসলাম একজন সাইকিয়াট্রিস্ট (মনােরােগ বিশেষজ্ঞ)। জন্ম : চাঁদপুর জেলার মতলব থানাধীন পশ্চিম বাইশপুর (বালুচর)। গ্রামে। পিতা : দেওয়ান আবদুল খালেক। তিনি মতলবগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯২ সালে সাইকিয়াট্রিতে উচ্চতর এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এরপর। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অধ্যাপক হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। মানসিক রােগের চিকিৎসা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য হু-এর ফেলােশিপ অর্জন করেন ব্যাংকক, থাইল্যান্ড থেকে। পরবর্তী সময় আরাে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। জাইকা ফেলােশিপ পান জাপান থেকে। মনােসামাজিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্বাস্থ্য সাময়িকীগুলােতে যেসব মনোেরাগ বিশেষজ্ঞ ডাক্তারগণ লিখে আসছেন, তিনি তাদের মধ্যে প্রথম সারির একজন। তার মনের সুখ মনের অসুখ ও ‘মানসিক সমস্যা : ধরন কারণ ও প্রতিকার’ ‘শিশুবিকাশ-১, ২, ৩’, ‘টিন-এজ মন : সমস্যা ও সমাধান, ‘উদ্বেগ-টেনশন : মনােবৈজ্ঞানিক সমাধান, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাবােধ : সবল ও মজবুত করার মনােবৈজ্ঞানিক কৌশল” শিরােনামের মনােবিজ্ঞানের বইগুলাে ইতােমধ্যে প্রকাশিত হয়েছে। ডাক্তার ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য একটি ইংরেজি ম্যানুয়েলও তিনি প্রকাশ করেছেন। এছাড়াও তার অনেক মৌলিক গবেষণা-কর্ম রয়েছে। এখনাে লেখালেখি ও গবেষণা কর্মে নিজেকে নিয়ােজিত রেখেছেন। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।