‘ঋত্বিক দেশলাই’ কেবল কবিতা গ্রন্থ নয়, একটি বিশেষ সময়ের দলিলও বটে। আশির দশকে সামরিক একনায়ক লে. জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণআন্দোলনের প্রেক্ষাপটে কবিতার পঙক্তিগুলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সঙ্গত বিদ্রোহের আবেগ এক ভাবী চিকিৎসা বিজ্ঞানীর তরুণ মনে বিস্ফোরণ উন্মুখ বারুদ হয়ে সেদিন জমাট বেধেছিল। সেই চৈতন্যের বারুদই শব্দের মিছিল নিয়ে গণপতি আদিত্যের ‘ঋত্বিক দেশলাই’ রূপে বিস্ফোরিত হতে দেখি! নানা বাধা—বিপত্তি মোকাবেলা করে ১৯৮৭ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলায় বইটি প্রকাশ লাভ করে বেশ নাটকীয়ভাবে। বাংলা কথাসাহিত্যের অনন্য সাধারণ ব্যক্তিত্ব আখতারুজ্জামান ইলিয়াস বলা মাত্র কবিতাগুলো পড়ে একটি ভূমিকা লিখে দিয়ে একজন নবীন কবির অভিষেক করেন। ‘ঋত্বিক দেশলাই’ কেন জানি সে সময়ে বইমেলায় বেশ সাড়া জাগিয়ে দ্রুত নিঃশেষিত হয়। বইটি তখন একদিন কবি নিজে রংপুর নিউমার্কেটের সামনে কনভয় থামিয়ে সরাসরি জেনারেল এরশাদের হাতে তুলে দেন। ২০২৩ সালের ১ মে আরেকটি ঐতিহাসিক স্মারক দিবসে আশির দশকে লেখা কবির আরও কবিতা নিয়ে বর্ধিত কলেবরে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো।