রাসুল (স.) ছোটোদের খুব স্নেহ করতেন। তিনি শিশুকিশোরদের সাথে খেলাধুলায় মেতে উঠতেন। ছোটোদের প্রতি তাঁর ভালোবাসার কাব্যিক রূপ হলো ‘ছোটোদের স্নেহে রাসুল (স.)’। মুহাম্মদ (স.)-এর সর্বান্তকরণ অনুসারী প্রখ্যাত ওলি আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (র.)। তাঁর জীবনাদর্শ ও ইসলামি কার্যক্রমকে নিয়ে কতিপয় কবিতায় কাব্যিক রূপ দান করা হয়েছে। তাছাড়া ইসলামি আদর্শ, নীতি- নৈতিকতা, দেশপ্রেম ও প্রকৃতি প্রভৃতি বহুবিধ বিষয় নিয়ে কবিতাগুলো লেখা হয়েছে। অনৈসলামিক ও দুর্নীতির কুফলগুলো কাব্যিক ভাষায় প্রকাশ পেয়েছে। কখনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শব্দ বোমা ফুটে ঝংকার তুলেছে। ব্যক্তিগত ভাবনা ও দর্শন অন্তরের অনুভূতি শব্দের ব্যঞ্জনায় প্রকাশ পেয়েছে। যা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। কখনো বেদনাবিধূর চিত্ত আবার কখনো আনন্দ সঞ্চারিত হবে পাঠকের চিত্তে। অলংকার ও উপমা কবিতাগুলোকে সমৃদ্ধ ও সৌন্দর্যমÐিত করেছে। যা পাঠ মাত্রই স্পর্শ করে যাবে পাঠকের অন্তর। রসই হচ্ছে কবিতার প্রাণ। প্রতিটি কবিতা থেকে পাঠক প্রত্যক্ষ ও পরোক্ষ রস আস্বাদন করবেন। এ কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতাতে আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং ব্যতিক্রম ভাবধারার রূপ লাভ করেছে।