নিজের কথা লিখবাে বলে কি কখনাে ভেবেছি? নিজেকে জানাবার কথা? তার আগে তাে নিজেকে জানতে হবে; কিন্তু সে জানার তাে শেষ নেই। কয়েকবার লিখতে শুরু করে ছেড়ে দিয়েছি। বড় তুচ্ছ মনে হয়েছে। তেমন করে লেখার ক্ষমতাই নেই। অথচ জীবন তাে তুচ্ছ নয়। কতােভাবে কতাে সুখ-দুঃখের মধ্য দিয়ে যে জীবন গড়ে তুলেছি তা কি সমৃদ্ধ না হয়ে পারে? জীবনের বিভিন্ন সময়ের কথা যখন ভাবি তখন ঘটনার বৈচিত্র্য ও ব্যাপ্তি মনকে অভিভূত না করে পারে না। কিভাবে চেনা গণ্ডি পেরিয়ে অচেনা ভুবনে প্রবেশ করেছি, কতাে অপরিকল্পিত যােগাযােগ ঘটেছে, জীবন কতাে বাঁক নিয়েছে এসব ভাবলে মাঝে মাঝে খুব অদ্ভুত বলে মনে হয়। এ শতাব্দী বিজ্ঞানের অগ্রগতির যুগ। নানাবিধ অকল্পনীয় আবিষ্কার যা সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, আবার তারই ভয়াবহ মারণাস্ত্র প্রয়ােগের যুগ। দুটি বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীর মানচিত্রে নানা পরিবর্তন এসেছে, অনেক নতুন জাতিসত্তার সৃষ্টি হয়েছে। পৃথিবীর বিভিন্ন স্থানে নিত্যনতুন সমস্যা ও সঙ্কটের সষ্টি হচ্ছে। সামাজিক কাঠামােতে দ্রুত পরিবর্তন আসছে। মানুষের আচরণ বদলে যাচ্ছে, আদর্শবাদের অবলুপ্তি ও মূল্যবােধের অবক্ষয় ঘটছে।