“কবি কাজী মোমেনের কবিতার ছন্দ ও শব্দ এবং ভাবের গতিময়তায় আমি মুগ্ধ।”—কবি পবিত্র মুখোপাধ্যায় “নান্দনিক কবিতা তোমার” —কবি হেলাল হাফিজ “শোক, প্রিয় মানুষের জন্যে হাহাকার এবং মৃত্যুচেতনায়; কবি কাজী মোমেনের অক্ষরে চৌদ্দ মাত্রার কবিতায় আমি আপ্লত” —কবি জাহিদুল হক “প্রেম—অপ্রেম জারিত নান্দনিক নির্যাস —কবি কাজী মোমেনের কবিতা ” —অরুণ দাশগুপ্ত, কবি, প্রাবন্ধিক, সাংবাদিক “কাজী মোমেন অনুভবী কবি। তাঁর নির্বাচিত অধিবাচনগুলো সংলাপিত দ্বিরালাপ। অবচেতন তো সাব-কনশাস স্টেট অব মাইন্ড —সেখানে জমে থাকে জীবন ও যাপনের ডানা। অজাগ্রতভূমিতে আত্মবিম্বের সঙ্গে যে জানাজানি সেই অলৌকিক মিলনের আলোতেই স্নান করতে চান এ কবি। কবির চিএকল্প ব্যবহারে রয়েছে রঙ আর নিসর্গ প্রকৃতির জড়াজড়ি যা রূপবিনির্মানে ও ধ্বনিময়তার অন্তরৈশ্বর্যে শিল্পীত।” —পারমিতা ভৌমিক, প্রাবন্ধিক ঃ পশ্চিম বঙ্গ “সত্তর দশকের জনপ্রিয় কবি কাজী মোমেনের কালজয়ী কবিতা, ‘আমার কোন অভিযোগ নেই’ বাংলাদেশ ও পশ্চিম বঙ্গে সমধিক জনপ্রিয়। ছন্দ মেপে একান্ত নিভৃতে কবিতার ঘর করে চলেছেন তিনি। অক্ষরবৃত্ত কবির প্রিয় ছন্দ।” — ড. হামিদা বেগম, বিভাগীয় প্রধান , বাঙলা বিভাগ, সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় । “কবি কাজী মোমেন তাঁর প্রথম কবিতার বই থেকেই ছন্দ সচেতন। তাঁর লেখায় ব্যাক্তিগত কথাগুলো হয়ে যায় সার্বজনীন । কবি ভাব ঘোরে মগ্ন থেকেই পাঠককেও ভাবের অতলে ডুব দিইয়ে জীবন—সত্যের মূল্যবান মুক্তিবাণীর সন্ধান পথে নিয়ে যান তাঁর কবিতার প্রতিছত্রে। বাইরে খোলা বারান্দায় গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, ‘শোন তোমরা সবাই এক ব্যর্থ মানবের স্বীকারোক্তি, ‘আমার কোন অভিযোগ নেই’।”— উল্লাস চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক, পশ্চিম বঙ্গ