ফ্ল্যাপে লেখা কিছু কথা সমাজ-সাহিত্য-সংস্কৃতি নিয়ে নানা ভাবনার ফসল এই বই। কিছু লেখা ধ্যান-ধারণা নিয়ে, কিছু উল্লেখযোগ্য ব্যক্তিমানস ঘিরে। আধুনিকতা-উত্তর-আধুনিক, নিম্নবর্গ, আত্মপরিচয়ের প্রশ্ন, বিশ্বায়ন এবং সংস্কৃতির ও বাংলাগদ্যের স্বরূপ বিচার, এগুলো নিয়ে মাথা ঘামানোর পাশাপাশি আছে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শামসুর রাহমান, কমলকুমার মজুদার ও ওয়াহিদুল হক, এঁদের কীর্তির প্রভাব-প্রতিক্রিয়া নিয়ে তদ্বিষ্ঠ আলোচনা। দুই-এর ভেতর যোগসূত্র একটা আছে বোধহয়। কিছু লেখা প্রাসঙ্গিক বিষয়ে আর কারো মতামত সামনে রেখে; কোন কোনাটিতে প্রসঙ্গের টানে বিভিন্ন মতাদর্শের মুখোমুখি হবার চেষ্টা। তর্ক-বিতর্কের ঝাঁঝ একটু-আধটু আছে। তবে কথায় ও কথার পিঠে-কথা বলে বিষয় ভাবনাকে স্পষ্ট করাই মূল লক্ষ্য সুচিপত্র *সঙ্কটকালে রবীন্দ্রনাথ *উত্তরাধিকার, ঐতিহ্য ও জীবনানন্দ *কবি-পত্মীর বিড়ম্বনা *নিরালোকে দিব্যরথে অমৃতের সন্তান *বাংলাগদ্যের স্বরূপ সন্ধান *ভাষার কালোয়াতি ও কমলকুমার মজুমদার *কালের যাত্রার ধ্বনি *নিম্নবর্গের খতিয়ান : আত্মোপলব্ধি ও আত্মপ্রতারণা *তুমি কি রবে নিরুত্তর? *বিশ্বায়নের অতীত ও বর্তমান *সংস্কৃতির কোষ্ঠীবিকার *ছিন্নবাধা প্রমিথিয়ুস
জন্ম : ১৯৪১। পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ। ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনার পাঠ আনুষ্ঠানিকভাবে শেষ করেন। ২০১০ সাল থেকে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন। নিয়মিত প্রবন্ধ লিখে থাকেন বিভিন্ন দেশি-বিদেশি সাহিত্যপত্রে ও জার্নালে। আগ্রহের বিষয় সমাজ-রাষ্ট্র-সাহিত্য-সংস্কৃতি। অর্থনীতি, রবীন্দ্রনাথ, সমাজ ও সাহিত্য বিষয়ে প্রবন্ধের বই আছে দশটি। ২০১৩ সালে তাঁকে প্রবন্ধসাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। ২০১৫-তে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। ১৪১৭ বঙ্গাব্দে তাঁর কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ বইটি মননশীল শাখায় প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার লাভ করে।