জীবন কী? জীবন কি 'মাপা হাসি চাপা কান্না' নয় ? এই অন্তর্দৃষ্টি আছে যার, তিনি বাংলাসাহিত্যের এক বরণীয় কথাশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায়। তাঁর অননুকরণীয় কলমে শরতের শিউলির মতো ছড়িয়ে থাকে হাসি, কখনও তার আড়ালে চাপা কান্নাও। ছোট-ছোট গল্প, সবই জীবন থেকে তুলে নেওয়া ঘটনা। আর সেগুলি নিয়ে পাতার পর পাতা যখন অনন্য কলমে সাজিয়ে দেওয়া হয় পাঠকের দরবারে, পাঠক কখনও হাসতে হাসতে গড়িয়ে পড়েন, কখনও বা বিষণ্ণতায় উদাস হয়ে ভাবেন আপনমনে । পরশুরামের সার্থক উত্তরসূরির কলমে এক অনবদ্য কথামালা ‘মাপা হাসি চাপা কান্না' । সঞ্জীবের উপলব্ধি ঃ ‘চারপাশে মানুষের যা অবস্থা! মানুষকে মানুষ প্যাট প্যাট করে মারছে। দুরকমের ‘পার্টি’। বড় বড় ক্লাবে ‘করপোরেট প্রাণীদের বোতল- চুর কালচার।...টেম্পারেচারের যেমন পস মাইনাস, সেইরকম সুন্দরীদের মাইনাস পোশাক। এক কাচ্চা কাপড়ে শরীরের যাবতীয় বস্তুকে ‘হাইলাইট’ করা! আকর্ষণীয় অ্যানিম্যাল ।...’ এর থেকে সত্যি আর কী ? পাঠকমহলে তোলপাড় জাগানো ৯ খণ্ডে পৃথকভাবে প্রকাশিত ‘মাপা হাসি চাপা কান্না'-র ‘অখণ্ড’ সংস্করণ যথাযথ মর্যাদায় তুলে দেওয়া হল। পাঠক বন্ধু সাবধান! আপনার জীবনে এমন অজস্র ঘটনার কোনওটা ঘটেনি তো?
সঞ্জীব চট্টোপাধ্যায় বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তিনি ১৯৩৬ সালে কলকাতায় জন্মগ্রহন করেন। মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা এবং হুগলী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাগ্রহন করেন । তিনি অনেক উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন । তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল। তাঁর রচনায় হাস্যরসের সাথে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ মেশানো থাকে ।ছোটদের জন্য তাঁর লেখাগুলিও খুবই জনপ্রিয় । তাঁর সৃষ্ট ছোটদের চরিত্রের মধ্যে বড়মামা ও ছোটমামা প্রধান ।