কিছু কিছু শিশুর জন্য গ্রীষ্মকাল সবচেয়ে পছন্দের একটা ঋতু। কারণ তখন চারপাশ সূর্যের আলোয় আলোকিত থাকে; মাঠ দাপিয়ে তখন বন্ধুদের নিয়ে হরেক রকম খেলাধূলায় মেতে থাকা যায়। কিন্তু স্টিভের জন্য... স্টিভের জন্য গ্রীষ্মকাল উৎকণ্ঠায় মোড়ানো আরো একটা মৌসুমের সূচনামাত্র ! সদ্য জন্মগ্রহণ করা অসুস্থ ছোটভাইকে নিয়ে উৎকণ্ঠা- যে লড়াই করছে এক দুরারোগ্য মরণব্যাধির সাথে। দিশেহারা বাবা-মাকে নিয়ে উৎকণ্ঠা- নিজেদের কর্মজীবন সামলাতে গিয়ে যাদের দশা উন্মাদপ্রায়। উৎকণ্ঠা নতুন গজানো ভিমরুলের চাকটাকে নিয়ে- দোতলার ছাদের কার্নিশে সবার অগোচরে যেটা ক্রমাগত তিলতিল করে বেড়ে উঠছে। এতোসব উৎকণ্ঠা থেকে মুক্তি পাওয়ার জন্য স্টিভকে শুধু একবার 'হ্যাঁ' বলতে হবে। কিন্তু সাবধান!!! এক অক্ষরের এই ছোট্ট শব্দের মধ্যেই অপার শক্তি... আর ভয়ঙ্করতম বিপদ দুটোই লুকিয়ে আছে। কারণ এটা এমন এক শব্দ, যা একবার কোনোভাবে উচ্চারিত হয়ে গেলে তা ফেরত নেয়ার কোনো উপায় নেই। আর চাকে থাকা রহস্যময় প্রাণীগুলোর প্রকৃত উদ্দেশ্যটাই বা আসলে কী? পাঠক আপনারা তৈরি তো? দ্য নেস্টের ভীতিকর আখ্যানের সাথে আপনাদের পরিচয় ঘটবে খুব শীঘ্রই।