আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রা. --------------------------- এ গ্রন্থে আমি আমিরুল মুমিনিন উসমান রা.-এর জীবনাচার, তার ব্যক্তিত্ব, অনুপম বৈশিষ্ট্য, অসাধারণ গুণাবলি, অনন্য কীর্তি ও অসামান্য সাফল্যগাথা আলোচনা করার প্রয়াস পেয়েছি। তার শাসনাধীন সাম্রাজ্য, এ সুবিশাল সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার গৃহীত রাষ্ট্রনীতি এবং সাধারণ জনগণ, প্রাদেশিক গভর্নর ও বিজয়াভিযানের সেনানায়কদের সঙ্গে তার অনুসৃত আদর্শ ও কর্মনীতি পর্যালোচনা করেছি। তা ছাড়া ইসলামি সাম্রাজ্যের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাতে সংঘটিত নানারকম পরিবর্তন ও নতুন নতুন পরিস্থিতির পূর্ণ বিবরণ উপস্থাপন করেছি। সেইসঙ্গে ইসলামি সাম্রাজ্যে ছড়িয়ে পড়া বিভিন্ন মিথ্যাচার, অপবাদ ও ভ্রান্ত কথাবার্তা এবং বহুমুখী ফেতনার উত্থান, বিদ্বেষীদের ষড়যন্ত্র ও নিরবচ্ছিন্ন চক্রান্তের আলোচনা করেছি। অতঃপর এসবের ফলে ইসলামি সা¤্রাজ্য ও তার প্রধান প্রধান খুঁটি ধ্বংসের লক্ষ্যে ইসলামের ইতিহাসে সংঘটিত সেই ভয়ানক বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, মজলুম খলিফা উসমান রা.-এর শাহাদাতের মধ্য দিয়ে যার পরিসমাপ্তি ঘটেছে! আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হোন। ⸻আবদুস সাত্তার শায়খ