চতুর্থ সংস্করণের মুখবন্ধ বর্তমান সংস্করণের বেশ কিছু সংশোধনের কাজ করা হয়েছে। রাজস্ব ও সামরিক ব্যবস্থা সংক্রান্ত অংশে একটি সংশোধিত বিবরণ দেয়া হয়েছে,ক্রসেড ও সালাহউদ্দিন সম্পর্কিত অধ্যায়টি পুনর্লিখিত হইয়াছে। গ্রন্থ, স্থান, ব্যক্তি, নদনদী প্রভৃতির বানানে এবং পারিভাষিক উচ্চারণের যথাসাধ্য আরবি বানান –রীতি অনুসরণ করিয়ছি।প্রথম ও দ্বিতীয় সংস্করণের তিনটি মানচিত্র ছিল। অসাবধানতার কারণে এই গ্রন্থের তৃতীয় সংস্কনে মানচিত্র গুলি বাদ পড়িয়া গিয়াছিল। বর্তমানে সংস্করনে আগের তিনটি মানচিত্রই সংযোজিত হইল। বাংলা একডেমি কর্তৃপক্ষ নিজস্ব মুদ্রণযন্ত্রে গ্রন্থটির মুদ্রনকার্য যত্নের সহিত সম্পন্ন করিয়াছেন।তাঁহাদের প্রতি এই জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।যদি কোন পাঠক এই গ্রন্থের মান উন্নয়নের কোনো পরামর্শ দিতে চাহেন, তবে তাহা গ্রন্থকারকে জানাইলে পরবর্তী সংস্করণে উহা সন্নিবেশিত করার চেষ্টা করিব। মুহম্মদ রেজা-ই-করীম ১-৬-১৯৮৯ সূচিপত্র প্রথম খন্ড [আরব দেশ ও প্রাক-ইসলামি যুগ] *আরব দেশ *প্রাচীন আরবের ইতিহাস *প্রাক-ইসলামিক যুগে হিজাজ দ্বিতীয় খন্ড [ইসলামের আবির্ভাব ও প্রথম চারি খলিফার শাসনকাল] *হযরত মুহম্মদ:মক্কার জীবন *মদীনায় হযরত মুহম্মদ *মদীনার প্রশাসনিক, সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা *খলিফা আবু বক্কর * খলিফা উমর *খলিফা উসমান *খলিফা আলী *শাসন প্রনালী ও সামাজিক অবস্থা তৃতীয় খন্ড [উমাইয়া যুগ] *মুয়াবিয়া ,ইয়াজিদ,দ্বিতীয় মুয়াবিয়া *মারওয়ান ,আব্দুল মালিক *প্রথম ওয়ালিদ:সুলায়মান ; দ্বিতীয় উসমান *দ্বিতীয় ইয়াজিদ , হিশাম ও অন্যান্য খলিফাগণ *উমাইয়া সাম্রাজের পতনের কারন *উমাইয়া আমলের শাসণব্যবস্থা *উমাইয়া আমলের সামাজিক জীবন *উমাইয়া যুগে শিক্ষা ও সংস্কৃতি চতুর্থ খন্ড [আব্বাসীয় যুগ] *আবুল আব্বাস ;আল-মনসুর,আল –মাহদী;আল-হাদী *হারুন-উর-রশীদ;আল-আমীন *আল্-মামুন *পরবর্তী আব্বাসীয় খলিফাগণ *আব্বাসীয় আমলে শাসন ও সমাজ ব্যবস্থা *আব্বাসীয় আমলে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতি *আব্বাসীয় আমলে শিক্ষা *আব্বাসীয় আমলে চারুকলা *মুসলিম সম্প্রদায়সমূহ পঞ্চম খন্ড [অন্যান্য রাজব্ংশ] *পশ্চিম দেশের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ বংশ *প্রাচ্যের বিভিন্ন রাজ বংশ *মুসলমানদের স্পেন বিজয় * স্পেনে উমাইয়া বংশের প্রতিষ্টা *স্পেনের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য *স্পেনে মুসলমানদের সাংস্কৃতিক কর্মতৎপরতা *মিশরের ফাতেমীয় বংশ *ক্রসেড(ধর্মযুদ্ধ) ও আইয়ু্বী বংশ *মামলুক বংশ *উপসংহার পরিশিষ্ট *বংশপঞ্জি *বর্ষানুক্রমিক ঘটনাপঞ্জি *গ্রন্থপঞ্জি মানচিত্র *আরব দেশ *উমাইয়া সাম্রাজ্য *আব্বাসীয় খিলাফত (নবম শতক)