Tinkers Amar Vasha -টিংকার্স আমার ভাষা" এই এডুকেশনাল প্ল্যাটফর্ম এর প্রবাসী শিশুদের সহজে বাংলা শেখানোর কার্যক্রম এর অংশ হিসেবে কিছু গল্প লিখেছিলাম। তখন আমার ভীষণ ব্যস্ততা। মেডিকেলের ফাইনাল ইয়ার এর পড়াশোনা, হসপিটালে ওয়ার্ডে রোগী দেখা আর এদিকে লেকচারের চাপে মাথা কাজ করতো না। তবুও লিখতে ভালবাসতাম বলেই, কখনো হসপিটালে রোগীর বেডের পাশে দাঁড়িয়ে,কখনো ক্লান্ত হয়ে রুমে ফিরেই লিখে ফেলতাম। Tinkers Amar Vasha তে আমি আমার সহকর্মীদের থেকে সব সময় সহযোগিতা এবং উৎসাহ পেয়েছিলাম। প্রত্যেকটা গল্প লেখা হলেই সবাই বলতো,"আপু বাচ্চারা খুব পছন্দ করবে। খুব সুন্দর লিখেছেন!" ছোটবেলায় অনেক অনেক রূপকথার গল্প পড়তাম, ঈশপের গল্পের বই পড়তাম। তাই চেষ্টা করেছি প্রত্যেকটা গল্পে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু তথ্য বা শিক্ষামূলক কথা তুলে ধরতে। কারণ বিদেশি বইগুলোর লেখনী আর গল্প দারুণ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মেলে না। তাই গল্পে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, পারিবারিক সুসম্পর্ক, সুন্দর আচার আচরণ এই সব দিকে জোর দেয়া হয়েছে। বাচ্চারা আনন্দ নিয়ে পড়বে এবং শিখবে, তবেই না আমার লেখার সার্থকতা। একটু একটু লিখতে লিখতেই গল্পের খাতা ভরে গেলো ছাব্বিশটা গল্প দিয়ে। তাই এই ছোট্ট উদ্দোগ নেয়া। আমার ঘরের ছোট্ট লাইব্রেরিতে ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে লেখা একটা ছোট্ট বই থাকবে, এটা আমার অনেক দিনের শখ।এই শখ পূরণের জন্য যারা যারা পাশে ছিলেন, উৎসাহ দিয়েছেন সবার জন্য ভালবাসা।