ডা. প্রণব কুমার চৌধুরী বাংলাদেশের একজন খ্যাতিমান শিশু চিকিৎসক এবং সৃজনশীল সাহিত্যিক। শিশু চিকিৎসা বিষয়ক তাঁর লেখালেখি ইতোমধ্যে তাঁকে বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞান সংক্রান্ত রচয়িতার মর্যাদায় অভিষিক্ত করেছে। সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি নিয়োজিত রয়েছেন তাঁর নানা মাত্রিক লেখার সূত্রে। মাতৃপুষ্টি : শিশুর ভবিষ্যৎ তাঁর আরেকখানা প্রয়োজনীয় গ্রন্থ যেটির বিবিধ লক্ষ্য ও উদ্দেশ্য অনিবার্যভাবে দৃষ্টি—আকর্ষণকারী। গ্রন্থটির বিস্তৃতি ও পরিধি এবং গভীরতা সবই সুপরিকল্পনার ফসল। একই সঙ্গে জন্মদানকারী মাতা এবং ভবিষ্যতের সন্তান উভয়ের জীবনকে সমান্তরালভাবে উপস্থাপন করা হয়েছে এ গ্রন্থে। একটি বাক্যে যদি বলতে হয়, গর্ভ থেকে বৃদ্ধি এমন একটি ধারণা যেকোনো পাঠকই তা লাভ করবেন বইটি পাঠ করলে। কী করে মাতৃগর্ভ সুস্থ ও নিরাপদ শিশু—আধার হয়ে উঠবে এবং নানারকম প্রতিকূলতা ডিঙিয়ে একটি শিশুর সংরক্ষণের আলয়রূপে নিশ্চিত থাকবে এ গ্রন্থে তার সামগ্রিক বর্ণনা দিয়েছেন ডা. প্রণব কুমার চৌধুরী। একটি সুস্থ শিশুর সচেতনতা এজন্যই প্রয়োজন, সুস্থ শিশুই সুস্থ নাগরিকত্বের পূর্বশর্ত। রোগ—শোক—পরিবেশ—দূষণ ইত্যাকার বিচিত্র পরিস্থিতির আয়তনে শুধু বাংলাদেশেই নয় সারা বিশে^ই মাতৃগর্ভের নিরাপত্তা এবং সুস্থ শিশুর নিশ্চয়তা ঝুঁকি ও বৈরিতার অবস্থিতি মুক্ত নয়। তবে, একমাত্র সচেতনতা, করণীয় সম্পর্কে ধারণা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই পারে মাতা এবং শিশুর সার্বিক অবস্থানকে নিরাপদ—নিশ্চিত রাখতে। কাজেই চিকিৎসকের দিকনির্দেশনা যে সেখানে নিশ্চয়তা বিধানের সম্ভাবনা সেকথা বলাবাহুল্য। মা ও শিশুর খাবার, নবজাতকের বৈশিষ্ট্যাদি, রোগসম্পর্কিত পূর্বাভাস, মা ও শিশুর নানা সমস্যা, বিভিন্ন পরিস্থিতিতে শিশুর বিকাশ ও বৃদ্ধির বিচিত্র দিক এইসব দরকারি প্রসঙ্গের ওপর আলোকপাত বইটিকে পাঠকের নিকটে করে তুলবে আদৃত ও গ্রহণীয়। সুস্থ শিশুর জন্য মায়ের সুস্থতা অনিবার্য, আবার সুস্থ—সুন্দর নাগরিকের পূর্ব শর্ত হলো সুস্থ শিশু। কাজেই একটিকে অন্যটির পরিপূরক বলা চলে। ডা. প্রণব কুমার চৌধুরী’র মাতৃপুষ্টি : শিশুর ভবিষ্যৎ নিঃসন্দেহে পাঠকের নিকটে সমাদরে বৃত হয়ে উঠবে। মহীবুল আজিজ অধ্যাপক, বাংলা বিভাগ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম