সমাজবিজ্ঞান তুলনামূলকভাবে একটি নবীন শাস্ত্র। ১৮৩৯ সালে একটি স্বতন্ত্র শাস্ত্র (Discipline) হিসেবে সমাজবিজ্ঞানের আত্মপ্রকাশ ঘটে। তবে সামাজিক বিজ্ঞানের এ শাখাটি আত্মপ্রকাশের একটি দীর্ঘ পটভূমি রয়েছে। সমাজবিজ্ঞানের প্রধান প্রত্যয় (Key Concept) হচ্ছে 'সমাজ (Society)। সহজ কথায় যে শাস্ত্র সমাজ এবং সমাজ-ঘনিষ্ঠ বিষয়ে অধ্যয়ন, অনুসন্ধান, পর্যালোচনা ও গবেষণা করে তাই সমাজবিজ্ঞান। অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। তবে সমাজ অনেক ব্যাপক একটি প্রত্যয়। ঢালাওভাবে সমাজবিজ্ঞানকে 'সমাজের বিজ্ঞান' বললে অস্পষ্টতা থেকে যায়। কেননা 'অর্থনীতি' ও 'রাজনীতি' সমাজ-ঘনিষ্ঠ বিষয়। কিন্তু বিজ্ঞানের বৈশিষ্ট্য অনুযায়ী এ দু'টি বিষয় পৃথক শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সমাজবিজ্ঞান সমাজের বিশেষ কিছু ক্ষেত্রে অধিক মনোযোগ দেয়, যে বিষয়গুলো অন্যান্য সামাজিক বিজ্ঞানে যথেষ্ট গুরুত্ব পায়নি। এ বৈশিষ্ট্যের ভিত্তিতেই স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করেছে। বর্তমান অধ্যায়ে সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, উদ্ভব ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে।
ড. ইকবাল হুসাইনের জন্ম ২৪ মে ১৯৭৯, গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের শ্রীনিবাসকাঠী গ্রামে । পিতা— মোঃ জয়নাল আবেদীন, মাতা- বেগম রোকেয়া আবেদীন। ১৯৯৩ সালে দাখিল এবং ১৯৯৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন কৃতিত্বের সাথে । রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে ১৯৯৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । একই বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি ডিগ্রি লাভ করেন ২০০৭ সালে । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক । স্ত্রী স্বপ্না শ্যামন হেমা এবং পুত্র মুজিব মনন । বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মজীবন শুরু । বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত । একাডেমিক গ্রন্থ হিসেবে প্রকাশিত গ্রামীণ সমাজবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, এএইচএম মোস্তাফিজুর রহমান সহযোগে সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজ ও সম্প্রদায়, বাংলাদেশের পরিবেশ ও সমাজ এবং সামাজিক ইতিহাস ও বিশ্বসভ্যতা বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে । নিবন্ধ সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিবিধ প্রসঙ্গ' । বিভিন্ন জার্নালে গবেষণা প্রবন্ধ এবং জাতীয় দৈনিকে সমকালীন বিষয়ে কলাম লেখার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে।