অধ্যাপক মসিউল আযম শিক্ষাবিদ ও সাংবাদিক হিসাবে বিশেষ খ্যাতিমান। তাঁর খ্যাতির তালিকায় আরেকটি বিশেষন যুক্ত হলো। তিনি একজন ইতিহাসবিদ। কাজী নজরুল ইসলাম কলেজের ইতিহাস গ্রন্থটি তাঁর স্বাক্ষর বহন করে। বিশিষ্ঠ শুভার্থী সমাজসেবী জনাব তাবারক হোসেন এই কাজী নজরুল ইসলাম কলেজের একজন সফল স্বপ্নদ্রষ্টা। অধ্যপক মসিউল আযম এবং অধ্যক্ষ ইব্রাহিম হোসেন বিরতিহীন অক্লান্ত পরিশ্রম দিয়ে কলেজ স্থাপনের স্বপ্নটি বাস্তবায়িত করেছেন। তাদের এই কর্মযজ্ঞে উদার সহযোগীতা দিয়েছেন এবং সক্রিয় ভূমিকা পালন করেছেন বেশকিছু রাজনীতিবিদ ও শুভার্থী সমাজসেবী ব্যাক্তিবর্গ। সংশ্লিষ্ঠ সকলের অবদান এই গ্রন্থে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। মানব সম্পদ উন্নয়নে কলেজের শিক্ষকদের আন্তরিক পরিচর্যা বিশেষভাবে স্বরণীয়। সংক্ষিপ্ত বর্ণনায় তা পরিবেশন করা হয়েছে। তাদের শিক্ষার্থীরা দেশ ও জাতির অগ্রগতিতে পালন করে চলেছে। উজ্জ্বলতর ভূমিকা। জ্ঞান বিতরনের পাশাপাশি মাদক মুক্ত প্রজন্ম গঠনে কলেজটি পালন করেছে সমুজ্জল একটি ভূমিকা। আশা করা যায় মহান আল্লাহ তা'লার অপার রহমতে কাজী নজরুল ইসলাম কলেজের সম্ভাবনাময় ইতিহাসটি আরো বিকশিত ও প্রশারিত হতে থাকবে, যা দেশ ও জাতির চাহিদা পূরণে বিশেষ ভূমিকা পালন করতে পারবে।