বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৫ সালে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) প্রণীত সিলেবাস ও নীতিমালা অনুসরণ করে বইটি রচিত হয় এবং পাঠ্যপুস্তক হিসেবে যথারীতি অনুমোদন লাভ করে। সিলেবাস ও শিক্ষাক্রম শতভাগ অনুশীলন করে নির্দিষ্ট কলেবরের মধ্যেই শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ সৃজনশীল বই প্রকাশের চেষ্টা করা হয়েছিল। প্রথম অনুমোদনের তিন বছর পর ২০১৮ সালে NCTB-এর নির্দেশনা অনুযায়ী বইটি পুন:অনুমোদনের জন্য কিছু সংশোধন, সংযোজন, বিয়োজন করা হয় এবং পাঠ্যপুস্তক হিসেবে যথারীতি পুন:অনুমোদন লাভ করে। পুন:অনুমোদিত পাঠ্যপুস্তকটির পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ পুণরায় ২০২৩ সালে প্রকাশ করা হলো। এ সংস্করণে NCTB-এর পুন:অনুমোদিত বইয়ের সকল বিষয়বস্তু ঠিক রেখে শিক্ষার্থীদের অধিক বোধগম্যতার জন্য প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তুগুলোর শেষে যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় উদাহরণ, একক কাজ, দলীয় কাজ, গাণিতিক সূত্রাবলি প্রভৃতি সন্নিবেশ করা হয়েছে, যা যেকোনো স্তরের শিক্ষার্থীর সৃজনশীলতা বিকাশে যথেষ্ট সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। শিক্ষার্থীরা যাতে সৃজনশীল প্রশ্নাবলি বেশি বেশি অনুশীলন করতে পারে সেজন্য প্রতিটি অধ্যায়ের শেষে অধিক সংখ্যক মানসম্মত সৃজনশীল প্রশ্ন এবং সৃজনশীলের কমন উপযোগী গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন সংযোজন করা হয়েছে। বোর্ড পরীক্ষায় কী ধরণের প্রশ্ন কীভাবে আসে এবং কোন কোন অধ্যায় হতে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে সে সম্পর্কে সম্যক ধারণা দেয়ার জন্য বইটির শেষে বিভিন্ন বোর্ডে আসা বিগত কয়েক বছরের প্রশ্নাবলিও সংযুক্ত করা হয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল অর্জন অনেকাংশে নির্ভর করে নৈর্ব্যক্তিক প্রশ্ন (MCQ) এর সঠিক উত্তরের উপর। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাধারণত MCQ নির্ভর হয়ে থাকে। শিক্ষার্থীরা যাতে বেশি বেশি MCQ ও তার উত্তর অনুশীলন করতে পারে, সেজন্য এ বর্ধিত সংস্করণে প্রতিটি অধ্যায়ের শেষে পর্যাপ্ত পরিমাণ MCQ সন্নিবেশ করা হয়েছে এবং সেগুলোর উত্তর দেয়া হয়েছে। এসব প্রশ্ন ও উত্তর অনুশীলন করে শিক্ষার্থী তার পরীক্ষাপ্রস্তুতি ও মেধা যাচাই করে নিতে পারবে। সৃজনশীল প্রশ্ন অধিকাংশ ক্ষেত্রেই গাণিতিক সমস্যা সংশ্লিষ্ট হয়ে থাকে। তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সরাসরি গাণিতিক সমস্যা সংক্রান্ত প্রশ্ন করা হয়ে থাকে। তাই বর্তমান বর্ধিত সংস্করণে অধ্যায়ের মধ্যে বিষয়বস্তুভিত্তিক সমাধানসহ গাণিতিক উদাহরণ, অধ্যায়ের শেষে পর্যাপ্ত পরিমাণ উত্তরসহ গাণিতিক সমস্যা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা উত্তরসহ গাণিতিক সমস্যাবলি সংযোজন করা হয়েছে। আশাকরি, বইটি অনুশীলনের মাধ্যমে একজন শিক্ষার্থী যেকোনো পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এবং তার আশানুরূপ ফল লাভ করতে সমর্থ হবে ইনশাআল্লাহ।