“গল্প সংকলন, নির্বাচিত গল্প, একক উপন্যাস কথাশিল্পী শাহেদ আলীর জীবিতাবস্থায় প্রকাশিত হলেও তাঁর কোন উপন্যাস সংগ্রহ একত্রে সমগ্র আকারে প্রকাশিত হয়নি। এককভাবে প্রকাশিত তাঁর তিনটি উপন্যাস নিয়ে এই প্রথম বাংলাদেশ কো—অপারেটিভ বুক সোসাইটি লিঃ থেকে প্রকাশিত হয়েছে ‘ত্রয়ী’ (নির্বাচিত ৩টি উপন্যাস)। ‘কাদা মাটির সাতকাহন’ এবং ‘হৃদয়নদী’ ভাটি বাংলার পটভূমিতে রচিত। কাদা মাটির সাতকাহনে শুধুমাত্র নর—নারীর সম্পর্কের টানাপেঁাড়েন এবং গ্রামীণ অর্থনীতির দ্বান্দ্বিক বাস্তবতাকে নিপুন কুশলতায় ফুটিয়ে তোলেননি, গ্রাম বাংলার কাদা মাটিতে বেড়ে ওঠা শাহেদ আলীর হাতের ছোয়ায় বাংলার সোঁদা মাটিতে মিশে থাকা তাওহীদের স্নিগ্ধ সুবাস ছুঁয়ে যাবে পাঠকের মনে। নির্যাতিত এক গ্রামীন নারীর বোবা আর্তনাদের স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছে হৃদয় নদীর বহমান ধারায়। ঐ দুঃখিনী নারীর মনঃসমীক্ষণকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে উপন্যাস ‘হৃদয় নদী’। দেশের আর্থ—সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বদলে যাওয়া ব্যক্তি মানসের এক বিশ্লেষণধর্মী উপন্যাস ‘আত্মসমর্পণ’। একজন আধুনিক মানুষের আত্মিক বিবর্তনের অনবদ্য দলিল এই উপন্যাস। এর সাথে যুক্ত হয়েছে বাস্তবতার কাছে পরাজিত এক নারীর নতুন জীবনের অন্বেষা। সামাজিক ঘাত—প্রতিঘাত আর নিরন্তর মানসিক দ্বন্দ্বের মাঝে জন্ম নেওয়া উপলব্ধিতে জাগ্রত হয় নতুন মানুষ। এই মানুষ অতীতের কাছে পরাজিত এবং নিয়তির ইশাঁরায় জীবনের স্বাভাবিক গতিধারায় বর্তমানের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণকৃত। আশা করি, কঠিন বাস্তব থেকে তুলে আনা জীবনশিল্পী শাহেদ আলীর ‘ত্রয়ী’ (নির্বাচিত ৩টি উপন্যাস) পাঠক মহলে সমাদৃত হবে।” - অধ্যাপক চেমন আরা
শাহেদ আলী (১৯২৫-২০০১)। লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনীতিক।। জন্ম সিলেটের সুনামগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ। অধ্যাপনা করেছেন বগুড়ার আজিজুল হক কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও ঢাকার আবুজর গিফারি কলেজে। তদুন মজলিসের অন্যতম প্রতিষ্ঠাতা, একসময় দায়িত্ব পালন করেছেন সভাপতি হিসেবেও। সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে । খেলাফতে রব্বানী পার্টির প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন ১৯৫৪ সালে। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন জারি হলে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। স্কুলে পড়ার সময়েই সাহিত্যচর্চার সূত্রপাত। তাঁর প্রথম। ছােটগল্প ‘অশ্রু’ প্রকাশিত হয় ১৯৪০ সালে মাসিক সওগাত-এ। বিভিন্ন সময়ে সম্পাদনা করেছেন প্রভাতী, সৈনিক, দৈনিক বুনিয়াদ, মাসিক সবুজপত্র ও ইসলামিক একাডেমি পত্রিকা। তার উল্লেখযােগ্য গল্পগ্রন্থ জিবরাইলের ডানা, একই সমতলে, অতীত রাতের কাহিনী; উপন্যাস হৃদয়নদী; নাটক বিচার। সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, তঘমায়ে ইমতিয়াজ ও একুশে পদকসহ অনেক সম্মাননা অর্জন করেন।