জন ওয়েইন ক্লিভারের পছন্দের বস্তু দুটো এক মৃতদেহ দুই সিরিয়াল কিলার৷ মা আর আন্টির মরচুয়ারিতে প্রতিনিয়ত মৃতদেহ সামলাতে হয় তাকে৷ সোশিওপ্যাথ ক্লিভার অবশ্য এতে খুশি, অন্তত মৃত মানুষেরা তার থেকে সহমর্মিতার মতো কিছু আশা করে না, যা সে দিতেও অক্ষম৷ তবে ক্লিভারের রয়েছে এক গোপন ভয়৷ জানে সে নিজে খুবই বিপজ্জনক৷ সিরিয়াল কিলার হবার সকল বৈশিষ্ট্য রয়েছে তার মাঝে৷ তাই নিজের থেকে কাছের মানুষদের রক্ষা করার জন্য সে মেনে চলে অলঙ্ঘনীয় কিছু নীতিমালা৷ তার উদ্ভট জীবনটা আরো অদ্ভুতুড়ে হয়ে পড়ে যখন শহরে সত্যিই একটা খুন হয়ে যায়৷ মরচুয়ারিতে ক্লিভার সে দেহে আবিষ্কার করে এক অসংগতি৷ সিরিয়াল কিলারদের আদ্যোপান্ত নখদপর্ণে থাকা জন ওয়েইন ক্লিভার বুঝে যায়, ঘটনা প্রতিকূল৷ শহরে কি তবে সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটতে যাচ্ছে? যখন একের পর এক আরো খুন হতে থাকে, তখন ধীরে ধীরে ঘটনার আরো গভীরে জড়িয়ে যায় সে৷ এই প্রথম নিজের বাইরে ভিন্ন একটা নিরেট হুমকির সাথে মোলাকাত হয় তার৷ যার সাথে জড়িয়ে আছে তার কাছের সকল মানুষের জীবন আর পুরো শহর৷ সে কি পারবে এই রহস্য উদঘাটন করে নিজেকে বাঁচাতে? কিংবা কাছের মানুষদের? নাকি দুঃস্বপ্নে তাড়া করে বেড়ানো আতঙ্ক গ্রাস করে নেবে পুরো শহরে।