সমাজ সচেতন এবং চিন্তাশীল সাহিত্যিকদের মধ্যে একজন অন্যতম সাহিত্যিক ডাঃ রাহেলা খুরশীদ জাহান (মঞ্জু)। কর্মব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে নীরবেই তাঁর সাহিত্য চর্চা। সমাজব্যবস্থা, রাষ্ট্র, মানব চরিত্র, প্রকৃতির বাস্তব প্রতিচ্ছবি তার লেখার প্রধান উপজীব্য। স্বপ্নের সাফল্যে পৌঁছানোর জন্য অদম্য স্পৃহা কাজ করে প্রতিটি মানুষের মনে। প্রেম- ভালোবাসা মানুষের জীবনের ও স্বপ্নের চালিকা শক্তি। প্রেমের মধ্য দিয়ে মানুষের অন্তরে নিহিত চিন্তা চেতনার প্রতিফলন ঘটে। সুক্ষ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে। প্রেম কখনও জীবনে আসবে সেটাইতো স্বাভাবিক। কিন্তু এই প্রেম জীবনে আসে নানাভাবে নানান রঙ এ। তেমনই এক ব্যতিক্রম ধর্মী অনবদ্য বিরল প্রেম কাহিনী নিয়ে রচিত হয়েছে এই “খণ্ডিত লয়” গ্রন্থখানি। সম্পূর্ণ বইটি জীবন থেকে নেয়া। গল্পের প্রধান চরিত্র অণুর নিভৃত সাধনা, প্রতীক্ষা, চরম অনিশ্চয়তার মাঝে অসীম ধৈর্য্য আর জীবন যদ্ধের মধ্য দিয়ে যে একনিষ্ঠ প্রেমের পরাকাস্টা রচিত হয়েছে তা নিতান্তই একটি অনবদ্য সৃষ্টি। পুরোটা গ্রন্থের মধ্যে পরিলক্ষিত হবে কেবলি শ্বাস রুদ্ধকর আশা নিরাশার এক দোদুল্যমান খেলা। একাত্তরের মুক্তিযুদ্ধকালিন পরিস্থিতি, তাঁর অনুভূতি এবং তৎপরবর্তী সময়ে পাকিস্তানে একজন প্রেমাস্পদের বন্দীদশা এই গল্পের প্রধান আকর্ষণ। অত্যন্ত প্রাঞ্জল সাবলীল ভাষায় রচিত পাঠকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মত একটি অনবদ্য উপন্যাস এই “খণ্ডিত লয়"।