সমকালিন চিন্তাশীল সাহিত্যিকদের মধ্যে অন্যতম লেখক ডাঃ রাহেলা খুরশীদ জাহান একজন সমাজ সচেতন ব্যাক্তিত্ব। অনেকটা নীরবেই সাহিত্যচর্চা তাঁর। এই নিভৃত সাধক তাঁর লেখার মধ্য দিয়ে পারিবারিক, দেশ, সমাজ, মাটি ও মানুষের জীবনের সুখ দুঃখ হাসি কান্নার এক বাস্তব চিত্র অঙ্কন করেন তাঁর সমস্ত অনুভূতি দিয়ে, যা পাঠকের দৃষ্টি আকর্ষণ করার মত। জীবনের বাস্তবতার নিরিখে তিনি নির্মাণ করেন গল্পের শৈল্পিক অবকাঠামো। মানুষের জীবন সব সময় একরকম থাকেনা। কখনও আনন্দ, কখনও বেদনার অশ্রুধারায় প্লাবিত। প্রেম প্রীতি মানুষের সহজাত ধর্ম। তার মাঝে সমাজের ভ্রান্ত, দুর্ভেদ্য দেয়াল মানুষের জীবনে যে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে, এই "মহুয়ার ডায়েরি” গ্রন্থের চারটি গল্পের মধ্য দিয়ে তা অতি সুক্ষ্ম, নিখুঁত এবং জীবন্ত হয়ে ফুটে উঠেছে। প্রতিটি গল্প জীবন থেকে নেয়া এক অনবদ্য সৃষ্টি। মানুষের জীবনের চরম আদর্শ এই গল্পগুলির মধ্য দিয়ে বলিষ্ঠ ভাবে ফুটে উঠেছে, যেখানে আছে সত্যের পথে চলার দৃঢ় অঙ্গিকার। সর্বোপরি "মহুয়ার ডায়েরি” গ্রন্থটি পড়লে মানুষ প্রেম প্রীতি, ভালোবাসা নামক মানবিক অনুভূতির অন্ধকার আলো, এই দুইটি পথের সন্ধান পাবেন। আশাকরি ভবিষ্যতে লেখক এরূপ আরও নূতন নূতন অনবদ্য লেখা আমাদের উপহার দেবেন।