চিন্তাশীল সাহিত্যিকদের মধ্যে অন্যতম লেখক ডাঃ রাহেলা খুরশীদ জাহান বাল্যকাল থেকেই একজন ভ্রমণ পিপাসু ব্যাক্তিত্ব। এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার বেশ ক'টি দেশ ভ্রমণের পর অপ্রত্যাশিতভাবে একদিন তাঁর জীবনে এলো রহস্যময় মিশর ভ্রমণের পরম সুযোগ। তাঁর অনুসন্ধিচ্ছু মন স্বভাবতই তাঁকে অনুক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়ায় কোন কিছুর রহস্য জানতে বা উদঘাটন করতে। দিন রাত অক্লান্ত শ্রম দিয়ে মিশরের রহস্য উন্মোচনের বিষয়গুলি সম্পর্কে জানা এবং একজন নারী ভ্রমণকারীর জন্য সত্যিই প্রশংসার যোগ্য। তিনি ছেলে এবং বৌমার সাথে মিশরে সাড়ে চার মাস অবস্থানকালে সেখানকার প্রায় অধিকাংশ উল্লেখযোগ্য স্থান ভ্রমণের পরম সুযোগ পেয়েছিলেন। হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে মিশরের পিরামিডসহ সেখানকার প্রাচীন স্থাপত্য, তথ্যবহুল নানান ইতিহাস, ঐতিহ্য, খাদ্য দ্রব্য, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ের উল্লেখযোগ্য কাহিনীগুলো স্বল্প পরিসরে ছবিসহ অতি চমৎকারভাবে বইটিতে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এটি একটি শিক্ষামূলক বই বলেও আমি মনে করি। ভবিষ্যতে লেখক আমাদেরকে আরও তথ্যবহুল ভ্রমণ কাহিনী উপহার দেবেন বলে আমি আশা রাখি।