আস্সালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণায় আজ সমগ্র বাংলাদেশে লেখক হিসেবে কিছুটা হলেও পরিচিতি লাভ করেছি। আপনারা আমাকে পাঠকের নিকট পরিচিত করে তোলার দায়িত্ব পালন করায় আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। আপনারা এ দেশের শিক্ষার্থীদের আলোর দিশারী, আপনারাই দেশ গড়ার কারিগর। আপনারা সব সময় শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিয়ে তাদের চিন্তা-ধারাকে গতিশীল করে যাচ্ছেন। তাছাড়া আমরাতো সবাই জানি, একটি ভালো বই শিক্ষার্থীদের জীবন (ইতিবাচকভাবে) বদলে দিতে পারে। অনার্স, মাস্টার্স ও বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী বাংলাদেশ বিষয়াবলি সম্পর্ক বিষয়ক নামে বহু বই বাজারে ইতোপূর্বে বেরিয়েছে। উক্ত বইগুলোর আলোচনা বর্তমান সিলেবাসের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা বিচারের দায়িত্ব আপনাদের উপর ন্যস্ত করলাম। দয়া করে উক্ত বইগুলোর সাথে আমার লেখা বইয়ের পার্থক্য খুঁজে বের করলে এবং সিলেবাসের Topic গুলোর সাথে বইয়ের আলোচনা মিলিয়ে দেখলে আমি আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকবো। প্রতি বছর যেভাবে বাংলাদেশের ঘটনাবলি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, আমি আমার মেধা ও নিরলস শ্রম দিয়ে বইটি বিসিএস (প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা) ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের অনার্স ও মাস্টার্সের নতুন সিলেবাসের আলোকে প্রাণপ্রতীম শিক্ষার্থীদের জন্য প্রতি বছর নতুন সংস্করণ নতুন করে সাজানোর চেষ্টা করেছি। বাজারে প্রচলিত অন্যান্য বই এর চেয়ে আমার বইটি যদি আপনাদের নিকট কিছুটা মনঃপুত হয়; তাহলে আমার এ বইটির বহুল প্রচারে আপনাদের সার্বিক সহযোগিতা আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবে।