যেকোনো পেশায় সফল হওয়ার মূলমন্ত্র হলো অধ্যবসায় ও কঠোর পরিশ্রম। ভালো আইনজীবী হওয়ার ক্ষেত্রে সবার প্রথমেই একজন ব্যক্তিকে অধ্যবসায়ী ও কঠোর পরিশ্রমী হতে হবে। একজন নবীন আইনজীবী যত দ্রুত সঠিকভাবে কাজ শিখতে পারবেন তত দ্রুত এই পেশায় তিনি সফল হতে পারবেন। একজন নবীন আইনজীবীর উচিত একজন সিনিয়র আইনজীবীর সাথে ওকালতি জীবন শুরু করা। কারণ শুরুর দিকে একজন নবীন আইনজীবীর মামলার সংখ্যা খুবই কম থাকে বা থাকে না বললেই চলে। কিন্তু কাজ শিখতে হলে কাজ থাকা আবশ্যক। যেহেতু নবীন আইনজীবীর নিজস্ব কাজ খুবই কম থাকে তাই কাজ শিখতে হলে অবশ্যই তাকে একজন সিনিয়র আইনজীবীর চেম্বারে কাজ করা উচিত। একজন সিনিয়র আইনজীবীর সাথে কাজ করলে বিজ্ঞ সিনিয়র আইনজীবী যদি ঐ নবীন আইনজীবীকে হাতেকলমে কাজ নাও শেখান বা কাজ শেখানোর আগ্রহ নাও দেখান তাহলেও একজন নবীন আইনজীবী উক্ত সিনিয়র আইনজীবীর নিকট থেকে অমূল্য অনেক কিছু শিখতে পারবেন যা তার ভবিষ্যৎ জীবনের পাথেয় হিসেবে কাজ করবে। আর যদি উক্ত সিনিয়র আইনজীবী আপনাকে নিজ আগ্রহে কাজ শেখান, তাহলে তো সেটা আপনার জন্য এক মহা আশীর্বাদ। ধরুন, আপনার বিজ্ঞ সিনিয়র আইনজীবী আপনাকে নিজ আগ্রহে কাজ শেখালেন না। তাহলে আপনি কী করবেন? আপনার উচিত হবে নিজে আগ্রহ দেখিয়ে সিনিয়রের নিকট থেকে কাজ বুঝে নেওয়া এবং অত্যন্ত যত্নের সাথে সে সকল কাজ সম্পন্ন করে সিনিয়রের মন জয় করা। এছাড়া বিভিন্ন সৎ উপায়ে সিনিয়রের মন জয় করার চেষ্টা করা উচিত। এই সন্তুষ্টি অর্জন এক বা দুই দিনে নাও হতে পারে। আপনাকে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার সিনিয়র আইনজীবী কীভাবে মক্কেলের নিকট থেকে মামলা সম্পর্কে তথ্য নিচ্ছেন, কীভাবে কথা বলছেন, কীভাবে তাকে প্রশ্ন করছেন, কী প্রশ্ন করছেন, কীভাবে মামলা লিখছেন, শুনানি করছেন, কীভাবে নিজেকে একটি মামলার জন্য প্রস্তুত করছেন ইত্যাদি বিষয়ে তীক্ষ্ণদৃষ্টি রাখতে হবে। আপনার উচিত সব সময় সাথে একটি নোটবুক রাখা যাতে করে আপনি বিভিন্ন বিষয় নোট করে রাখতে পারেন। যেমন ধরুন- আপনার সিনিয়র আপনাকে বললেন ওমুক মামলার একটি আদেশের সহিমুহুরি নকল ওঠাতে হবে। তিনি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন কীভাবে কী করতে হবে, কোথায় যেতে হবে ইত্যাদি। আপনি সব শুনলেন এবং আপনার সিনিয়রের কথা মোতাবেক কাজও করলেন। কিন্তু এই সহিমুহুরি নকল উত্তোলনের কাজ আপনার প্রতিদিনের কাজ নয়। তাই একমাস বা দুইমাস পরে যখন ঐ একই কাজ করতে যাবেন তখন আপনাকে পুনরায় আপনার সিনিয়রের শরণাপন্ন হতে হবে। কিন্তু আপনি যদি প্রথমবারেই আপনার নোট বুকে লিখে