আমার প্রিয় ও সম্মানিত পাঠক/পাঠিকাদের অত্যন্ত বিনয়ের সহিত বলছি, "এই পুস্তকখানা আমি কোন আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে লিখি নাই। এই পেশা থেকে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আল-আমীন আমাকে সামান্য যেটুকু দিয়েছেন তাতেই আমি অনেক তৃপ্ত ও সন্তুষ্ট এবং সর্বদা সর্বক্ষেত্রে আমি তাঁর নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং শুকরানা আদায় করে থাকি এবং বাকী জীবন আমি তাই করে যাব এই পুস্তকখানা থেকে আইন পেশায় সম্পৃক্ত কোন বিজ্ঞ আইনজীবী কিংবা কোন বিজ্ঞ বিচারক কিংবা কোন আইনের ছাত্র যদি সামান্যতম হলেও উপকৃত হন তাহলে আমি আমার দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম স্বার্থক হয়েছে বলে আত্মতৃপ্তি পাবে। আমার প্রিয় এবং সম্মানিত পাঠক/পাঠিকাদের জ্ঞাতার্থে বলছি, এই পুস্তকখানায় আমি আইনের যে সমস্ত বিষয়ে আলোচনা করেছি এবং যে সকল মোকদ্দমার আর্জি, লিখিত বর্ণনা, আপীলের মেমো, রভিশনের দরখাস্ত এবং আদালতে দেওয়ানী মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধি আইনের বিধান মতে যে সকল পদক্ষেপ নিতে হয় তাহা আমি অত্যন্ত সহজ, সরল, সাবলীল ও বোধগম্য ভাষায় লেখার আপ্রাণ চেষ্টা করছি। তবে এই পুস্তকের সকল কিছুই যে সঠিক ও নির্ভুল তাহা দাবী করার দুঃসাহস আমার নেই। কারণ মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। যথেষ্ট চেষ্টা থাকা সত্বেও মুদ্রণজনিত বিস্ত্রাটের কারণে এবং পর্যাপ্ত সময়, সুযোগ এবং পেশাগত ব্যস্ততার কারণে হয়তোবা এই পুস্তকের কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হতে পারে। সহানুভূতি, সহযোগিতা এবং সুপরামর্শ পেলে আমি অত্যন্ত কৃতার্থ হব এবং পরবর্তী সংস্করণে তাহা সংশোধনের চেষ্টা করবো। যেকোন ধরনের ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবলোকন করে গঠনমূলক পরামর্শ দানে ভবিষ্যতে আরো আইনের পুস্তক রচনায় আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে বাধিত করলে আমি নিজেকে ধন্য মনে করব এবং আজীবন কৃতজ্ঞ থাকব।