‘রচনা-ভারতী’ একটি বিশেষ জনপ্রিয় গ্রন্থ। ১৯৬১ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশের কাল থেকে ছাত্রমহল ও শিক্ষকমহলে এটি সমাদৃত হয়ে আসছে। I.C.S.E. ও C.B.S.E.-র নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বাংলা দ্বিতীয় ভাষার ব্যাকরণ ও নির্মিতির যে সংশোধিত সর্বশেষ পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছে, সেই পাঠ্যসূচি অনুসারে ‘রচনা-ভারতী’ পুনর্লিখিত ও সম্পাদিত হল। শুধু যে পরীক্ষা-পাসের জন্যই এই গ্রন্থ রচিত হয়েছে তা নয়, এই গ্রন্থপাঠে শিক্ষার্থীরা বাংলাভাষার শব্দ-সম্ভার, পদ-সম্ভার ও বাক্য-সম্ভারের সঙ্গে সম্যক্ পরিচিত হয়ে নিজেদের সহজাত চিন্তাশক্তি-বিকাশে সাহায্য লাভ করবে। শিক্ষার্থীরা বাংলা রচনা-শৈলী সম্পর্কে যাতে সুস্পষ্ট একটা জ্ঞানলাভ করতে পারে, সে-বিষয়ে বিশেষ যত্ন নিয়ে এই গ্রন্থের প্রতিটি পরিচ্ছেদ রচিত হয়েছে। বিভিন্ন কালের সাহিত্যিকদের রচনা থেকে উপযুক্ত উদাহরণ সংগ্রহ করে এই গ্রন্থের বিভিন্ন পরিচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে। এই বিশিষ্ট পদ্ধতি অন্য গ্রন্থে দুর্লভ। এর প্রয়োজনীয়তা সকলে স্বীকার করবেন। কারণ ভাষা তার নিজস্ব নিয়মে চলে, সে কোনো অনুশাসন মানে না। আর ভাষার চলমান রূপটি সার্থক রূপ লাভ করে সাহিত্যিকদের রচনায়। ব্যাকরণ ও নির্মিতি শিক্ষার সঙ্গে সাহিত্যের যোগ অপরিহার্য। সর্বোপরি চিত্র পর্যবেক্ষণ ও বর্ণনা সংযোজন এই সংস্করণের আরও একটি বৈশিষ্ট্য। বর্তমান সংস্করণে বাংলা আকাদেমির বানানবিধিও এই গ্রন্থে অনুসৃত হয়েছে। আশা করি, I.C.S.E. ও C.B.S.E. অনুমোদিত সমস্ত বিদ্যালয়ের মাননীয় শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের নিকট এই গ্রন্থ পূর্বের মতোই বিশেষভাবে আদৃত হবে।