৩টি সম্পর্ক সংজ্ঞায়িত করে প্রায় সবকিছু যা আমাদের জীবনে ঘটে। অর্থের সাথে আমাদের সম্পর্ক সময়ের সাথে আমাদের সম্পর্ক। এবং নিজের সাথে নিজের সম্পর্কটা এই বইটি হতে পারে এখন অবধি আপনার কেনা সবচেয়ে বাজে বইয়ের দৃষ্টান্ত। কারণ বইটির কোনো কিছুই আপনার জানার পরিধির বাইরে নয়। এটি নয় কোনো বিস্ময়কর উদঘাটন; তবে কেবলই একটি রিমাইন্ডার। একইরকম কিন্তু অসম কায়দায় কীভাবে আমাদের সবার জীবন অতিবাহিত হয়, তার রিমাইন্ডার। বইটি আপনাকে নতুন কিছু জানাবে না, তবে আপনার চিন্তা-ভাবনায় কিছু শব্দ যোগ করবে। যেসব চিন্তা-ভাবনা আমরা সবাই উপলব্ধি করি বারংবার, কিন্তু সেসবের কোনো মানে খুঁজে পাই না। এই বইটি আপনার জীবন বদলে দেবে না; তবে আপনাকে আরও সচেতন করে তুলবে। যাতে আপনি জীবনের অলিগলি খুঁজে নিতে পারেন সচেতনতা থেকে, অজ্ঞতা থেকে লয়। বইটি হচ্ছে আমার চিন্তা-ভাবনার সংকলন, যেগুলো আমি গত এক বছরে শেয়ার করেছি সোশ্যাল মিডিয়ায়। সেগুলোর অধিকাংশই এসেছে আমার নিজস্ব অনুচিন্তন, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা থেকে। স্কুলে থাকাকালীন বুক-ক্রিকেট নামক একটা জিনিস খেলতাম আমরা। যেটাতে লক্ষ্যহীনভাবে একটি বইয়ের যেকোনো পৃষ্ঠা ওলটাতাম, আর ওই পৃষ্ঠার নম্বরটা হতো আমাদের করা ক্ষোর। আমি মনে করি, এই বইটিও সেরকম বুক-ক্রিকেটের ন্যায়। শুধুমাত্র এটিতে কোনো স্কোর করা হবে না। তার পরিবর্তে, আমাদের চিন্তা-ভাবনায় আমরা কিছু শব্দ যোগ করতে পারব এবং সচেতন হতে পারব আরও। যদি আমাকে কোনো পরামর্শ দিতে হয়, তাহলে বলব, বইটি নিয়ে বৃক-ক্রিকেট খেলুন। প্রতিদিন অনির্দিষ্ট একটি পৃষ্ঠা খুলে দেখুন। সেখান থেকে পড়ুন এক অথবা তিন পৃষ্ঠা। বাস্তব জীবনে সেগুলোর প্রতিফলন ঘটান। কয়েকটি নোট লিখে নিন। কিংবা এটি আপনাকে কেমন উপলব্ধি দিয়েছে, তা ভেবে একটু হাসুন। অতঃপর পরদিন ফিরে আসুন বইয়ের ওই জায়গায়। যদি এমনভাবে কোনো একদিন আপনার মনে হয় নিজেই নিজেকে বলছেন, 'এই জিনিসটা আজকে আমার শোনা জরুরি ছিল, তাহলে আমাকে এই শতাব্দীর বেস্টসেলিং লেখক হিসেবে বিবেচনা করে নিতে পারেন!