ভূমিকা "বিসমিল্লাহির রাহমানির রাহিম" আমি প্রায় ৪০ বৎসর যাবত সফলতার সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা করে আসছি। দীর্ঘ চিকিৎসক জীবনে আমি বিভিন্ন রকমের জটিল ও ক্রনিক ব্যাধি চিকিৎসা করে নিরাময় করেছি। হোমিওপ্যাথিক মতে রোগীর চিকিৎসা অত্যন্ত কঠিন বিষয়। সুচিকিৎসক হতে হলে হোমিওপ্যাথিক ডাক্তারী বিদ্যার পাশাপাশি রোগীর সাথে চিকিৎসকের সম্পর্ক কিরূপ রাখতে হবে, কিরূপে রোগীর রোগ বিষয়ক লক্ষণাদিকে সন্নিবেশিত করতে হবে, কিরূপে রোগীর গোপন কথা বের করতে হবে অর্থাৎ রোগীর সব ধরনের বিষয়-আশয় কৌশলের মাধ্যমে ডাক্তারকে সংগ্রহ করতে হবে। নবীন চিকিৎসকগণকে সুচিকিৎসক হতে হলে অনেক বিষয় সম্পর্কে পড়াশুনা ও সব বিষয়ের উপর সাধারণ জ্ঞান রাখতে হবে। আমার এ ক্ষুদ্র পুস্তক খানিতে প্রতিবন্ধীদের বিষয়-আশয়ের উপর আলোচনা করা হয়েছে । অতএব আমার বিশ্বাস এ পুস্তকখানি সুচিকিৎসক হওয়ার জন্য সহায়ক ও মোটা-মুটি সাহায্যকারী হিসেবে কাজ করবে। চিকিৎসকের কর্তব্য রোগ ও ঔষধ নির্বাচন করা। আমি আমার এ পুস্তকখানি শুধু নবীন ও প্রবীন চিকিৎসকগণের জন্য লিখিনি, এ পুস্তকখানি যে সমস্ত শিক্ষিতলোক হোমিওপ্যাথিক চিকিৎসাকে ভক্তি-শ্রদ্ধা এবং বিশ্বাস করেন, সে সকল ভদ্রলোকরাও যদি আমার এ পুস্তকখানি পড়েন তাহলেও তাদের প্রতিবন্ধীদের চিকিৎসা সম্পর্কে মোটা-মুটি ধারণা ও জ্ঞান অর্জন সম্ভব হবে এবং সর্বপরি তারা উপকৃত হবেন। এ ছাড়া যারা হোমিওপ্যাথিক চিকিৎসার বিরোধী এবং শুধু বিরোধীই নহেন বরং আলোচনা সমালোচনা করতেও সদা প্রস্তুত তাদের জন্যও এ পুস্তকখানী প্রতিবন্ধীদের চিকিৎসা বিষয়ে অবগত হতে সাহায্য করবে । আমার প্রায় ৪০ বৎসরের সাধনায় এ পুস্তকের পান্ডুলিপি তৈরী হয়েছে । আমার সাধনার ব্যাপারে যারা বিভিন্নভাবে উৎসাহ ও সাহায্য করেছেন আমি তাদের নিকট চিরকৃতজ্ঞ। আমার এ পুস্তকখানি পাঠ করে যদি আপনারা উপকৃত হন তবেই আমার শ্রম সার্থক হবে । ইনশাহআল্লাহ । বিনীত লেখক