কাউসার ইকবাল ১৯৬৭ সালের ২৩ আগস্ট চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার কালাপানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মৃত মোস্তাফিজুর রহমান। মাতা শাহানারা বেগম। তরুণ বয়স থেকেই লেখালেখির প্রতি প্রচণ্ড আগ্রহের কারণে সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেন একসময়। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে সাপ্তাহিক ঊষা পত্রিকা হতে সাংবাদিকতা শুরুর পর সাপ্তাহিক এখন, সাপ্তাহিক সাদা কাগজ, দৈনিক সমাচার, দৈনিক আমাদের সময়, দৈনিক পূর্বকোণ ইত্যাদি পত্রিকায় চাকরির পাশাপাশি প্রদায়ক হিসেবে কাজ করেন পাক্ষিক ক্রীড়ালোক, সাপ্তাহিক মেঘনা, সাপ্তাহিক রোববার, দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব, দৈনিক আজকালের খবর, দৈনিক খবরপত্রে। দৈনিক লালসবুজ, ভোরের ডাকসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় প্রবন্ধ-নিবন্ধ-উপসম্পাদকীয়। লেখালেখির পাশাপাশি সাহিত্যচর্চা চালিয়ে যেতে থাকেন। তার রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মূলগ্রন্থ (ইকবাল প্রকাশনী), সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক সঙ্কট (আফসার ব্রাদার্স), দার্শনিক মামার দার্শনিক ভাগ্নে (আফসার ব্রাদার্স), আনন্দকথন (ইকবাল প্রকাশনী), মুক্তমত (শাহীন প্রকাশনী), এলোমেলো জীবন (শাহীন প্রকাশনী), ছোটদের স্মরণীয় বাণী (ন্যাশনাল পাবলিকেশন্স), বাঘ সিংহের ফুটক্রিক খেলা (ন্যাশনাল পাবলিকেশন্স), বিশ্বকাপ জিতবে বাংলাদেশ (রিদম প্রকাশনা সংস্থা), আজকের ধর্মীয় কলাম (আল এছহাক প্রকাশনী), নারী ভালবাসা ও জীবনের কথা (আজকাল প্রকাশনী), শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ বাণী (আজকাল প্রকাশনী), রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের কথা (সহজ প্রকাশ), জিয়া হত্যা: নেপথ্যে কারা (সহজ প্রকাশ), বাংলাদেশের নবজাগরণ ও জিয়াউর রহমান (সহজ প্রকাশ), কিশোরদের প্রিয় জিয়া (বুকস ফেয়ার), জনতার জিয়া (বাংলাদেশ বুক হাউস), বিএনপির রাজনীতি: উন্নতি ও অগ্রগতি (আবির বুকস), আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়া (এশিয়া পাবলিকেশন্স), মুক্তিযোদ্ধা জিয়া (এশিয়া পাবলিকেশন্স), বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন : জিয়া থেকে খালেদা জিয়া (দীপ্তি প্রকাশনী), বাংলাদেশে গণতন্ত্র ও বেগম খালেদা জিয়া (হাসি প্রকাশনী), শাসক মুজিব ও শাসক জিয়া (জিয়া গবেষণা কেন্দ্র), ৭ নভেম্বরের বিপ্লব ও জিয়াউর রহমানের দেশ গড়ার সংগ্রাম (গ্রন্থপ্রকাশ) ও জাতির পিতা আকাশ (ইকবাল প্রকাশনী)।