পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ ও NCERT কর্তৃক প্রকাশিত একাদশ শ্রেণির সিলেবাস, WBJEE, JEE (Main), NEET/AIPMT ও বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতামূলক পরীক্ষায় রসায়নের সিলেবাস অনুসারে বইটির বেশ কিছু অধ্যায়ের Theory Part সম্পূর্ণ নতুনভাবে লেখা হয়েছে এবং অবশিষ্ট অধ্যায়কে Modify করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের বিষয়বস্তু সম্পর্কে গভীর ও সুস্পষ্ট ধারণা সৃষ্টি হয়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে 'উচ্চতর রসায়ন-XI' বইটিকে এই সংস্করণে দুটি Part-এ ভাগ করা হয়েছে। Part-1-এ সাধারণ ও ভৌত রসায়নের অধ্যায়গুলি আলোচনা করা হয়েছে এবং Part-II-এ অজৈব ও জৈব রসায়নের অধ্যায়গুলি ও তার সঙ্গে বিগত বছরের WBHS, WBJEE, NEET প্রশ্নপত্র উত্তরসহ সংযোজন করা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে একটি নতুন টপিক 'Stereochemistry' সংযুক্ত করা হয়েছে। অধ্যায়ে প্রতিটি Topic-এর আলোচনার পর 'Check Points' সংযোজন করা হয়েছে। ছাত্রছাত্রীদের জৈব যৌগের নামকরণ, সমাবয়বতা ও রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়াকৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য Unit-12-কে তিনটি অধ্যায়ে ভাগ করা হয়েছে, যেমন-জৈব যৌগের মৌলিক ধারণা ও বিশ্লেষণ, জৈব যৌগের নামকরণ ও সমাবয়বতা এবং জৈব বিক্রিয়ার ক্রিয়াকৌশলের মৌলিক ধারণা যা এক অভিনব কৌশল। জৈব রসায়নের বিভিন্ন বিক্রিয়াগুলির বিক্রিয়া কৌশল (Mechanism) খুব সহজ ও সরলভাবে বোঝানো হয়েছে। একাদশ শ্রেণি ও সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার জন্য প্রতিটি অধ্যায়ে প্রচুর MCQ, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন, গাণিতিক প্রশ্ন ও তার উত্তর এবং সম্পূর্ণ সমাধান দেওয়া হয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে অধ্যায় সংক্ষেপ, গাণিতিক সমাধানের সূত্র ও HOTS দেওয়া হয়েছে। প্রতিটি অধ্যায়ে অধ্যায়ভিত্তিক একাদশ শ্রেণি, WBJEE, JEE (Main) ও NEET পরীক্ষার বিগত 6 বছরের প্রশ্ন ও তার উত্তরসহ সমাধান দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের প্রতিটি অধ্যায় পড়ার পর শিক্ষক/শিক্ষিকার কাছে তাদের মূল্যায়নের জন্য বইয়ের শেষে Chapterwise Mock Test সংযোজন করা হয়েছে যা এক অভিনব কৌশল। যাদের জন্য এই বইটি লেখা সেইসব ছাত্রছাত্রীরা বইটি পড়ে উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে বিবেচিত হবে।
Title
উচ্চতর রসায়নি এ কোমপ্লিট টেক্সট বুক (সাধারণ ও ভৌত রসায়ন পার্ট ১-২) - Class XI