Language Projects the Personality of a man. An Educate person must be very cautions about his language. He is not only communicating by his language, he is also teaching his listeners or readers how nicely and politely they should speak and write. Speaking and writing better English mean using correct English, clear English, and persuasive English. Poor English can lose you a lot-credibility, respect and success, to mention just a few things. Good English earns you respect, influence and establishes you credibility in you fields of life.
ভাষা একজন ব্যক্তির ব্যক্তিত্বকে প্রকাশ করে। একজন শিক্ষিত ব্যক্তির অবশ্যই তার ভাষা সম্পর্কে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। একজন শিক্ষিত ব্যক্তি কেবল তাঁর ভাষা দিয়ে যোগাযোগই করছেন না, তিনি তাঁর শ্রোতাদের বা পাঠকদেরও শিখিয়ে দিচ্ছেন যে কতটা সুন্দর ও বিনয়ের সাথে তাদের কথা বলতে এবং লিখতে হবে। আর বর্তমান যুগে শুধু নিজের মাতৃভাষাটাই ঠিকঠাকভাবে বলতে আর লিখতে পারলেই হবে না উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে এবং বর্তমান প্রতিযোগীতায় টিকে থাকতে হলে আন্তর্জাতিক ভাষাটাও থাকতে হবে নখদর্পণে। তাই শুদ্ধ ও সুস্পষ্ট বাংলার মত ইংরেজি ভাষাটাও আমাদের কাছে মাছ ভাতের মত সহজ হতে হবে। ভাল ইংরেজী বলা এবং লেখার অর্থ হল সঠিক ইংরেজি, স্পষ্ট ইংরেজি এবং প্ররোচিত ইংরেজি ব্যবহার করা।অস্পষ্ট ইংরেজির জন্য আপনাকে বিশ্বাসযোগ্যতা, শ্রদ্ধা এবং সাফল্য হারাতে হতে পারে। স্পষ্ট ও সঠিক ইংরেজি আপনার শ্রদ্ধা এবং বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করে ও আপনার ক্যারিয়ার গড়তে প্রবল ভূমিকা রাখে। আর এইসব সমস্যা যদি আলাদীনের জিনির মত কিছু এসে এক চুটকিতেই সমাধান করে দেয়, তাহলে!! Improve Your Communicative English বইটি এমনই একটি বই। যা ইংরেজি নিয়ে সকল সমস্যার সমাধান করে দিবে কিছু সময়ের মধ্যেই। বইটি মাত্র ৪টি অধ্যায়ে বিভক্ত। কিন্তু এই ৪ অধ্যায়ই এত সুন্দরভাবে সাজানো যে আপনার ইংরেজি নিয়ে সকল জড়তা এক নিমিষেই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বইটির ১ম অধ্যায়েই আপনি শিখবেন Words with refined colours