Habits are powerful forces in our lives, shaping the way we think, act, and feel on a daily basis. Some habits are positive, like exercise and healthy eating, while others are negative, like smoking and procrastination. The problem is, once we develop a bad habit, it can be incredibly difficult to break free from its grip. If you've ever tried to change a bad habit, you know how frustrating it can be. You make a resolution to stop, but before long, you find yourself slipping back into your old ways. It's not because you lack willpower or self-discipline - it's because your brain is wired to seek out familiar patterns and routines. But the good news is, you can rewire your brain and replace bad habits with good ones. It takes time, effort, and a willingness to embrace change, but it's possible. This book is designed to help you do just that. In the pages ahead, you'll learn why habits are so powerful, how they form, and why they're so difficult to break. You'll also discover practical strategies for replacing bad habits with good ones, such as identifying triggers, creating new routines, and using positive reinforcement. Whether you're trying to quit smoking, eat healthier, or break free from any other bad habit, the principles in this book can help. By the end, you'll have a better understanding of how your habits work and the tools you need to achieve lasting change. So let's get started on this journey together.
জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী তবীব মাহমুদ বহুমুখী প্রতিভার অধিকারী এক ক্ষণজন্মা তরুণ। অসাধারণ সব গানের লিরিক লেখা, সুর করা, কণ্ঠ দেওয়া, কবিতা লেখা এবং গদ্য রচনার পাশাপাশি সাধারণ জ্ঞানের বই লিখে পরিপক্কতার পরিচয় দিয়েছেন ইতোমধ্যে। ২০২০ সালে প্রকাশিত তার সাধারণ জ্ঞানের (জিকে) বই ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। এ বছর বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের জন্য লিখেছেন সাধারণ জ্ঞানের বই "জিকে ফ্লেক্স সাধারণ জ্ঞান।" মুহাম্মদ ফজলুর রহমান ও রোজিনা আক্তার দম্পতির একমাত্র পুত্র তবীব মাহমুদ জন্মগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা সদর থানার দাশড়া গ্রামে, ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর। দুই বোন মালিহা ও লাবীবা। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। তরুণ এই কবি তাঁর লেখার মাধ্যমে তুলে এনেছেন জনমানুষের না বলা কথা। ক্ষুধামুক্ত পৃথিবী ও সুশিক্ষার জন্য তিনি লড়ে যাচ্ছেন স্রোতের বিপরীতে। পথশিশু-মুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন দেখে চলছেন প্রতিনিয়ত। এজন্য ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) তাঁকে 'ট্রান্সফরমার' খেতাবে ভূষিত করেছে এবং তাঁর গল্প নিয়ে নিয়ে প্রকাশ করেছে 'ট্রান্সফরমার' নামের একটি বই, যা উন্নয়নশীল দেশগুলোতে ছোটো ছোটো শিক্ষার্থীদের অনুপ্রেরণার গল্প হিসেবে পঠিত হচ্ছে। তরুণ এই লেখক তাঁর লেখার মাধ্যমে ইতোমধ্যেই জয় করেছেন লাখো মানুষের মন। ২০১৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'আমি মানুষ বলেই'। ২০২০ সালে প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ 'কিছু বইয়ের নাম থাকে না'। ২০২৩ সালের একুশে বইমেলায় প্রকাশিত তাঁর কব্যগ্রন্থ 'আহত আত্মার মুক্তি চাই' ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। ২০২৪-এর বইমেলায় প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ 'প্রশান্তি' ও 'বাংলায় English শিখি' নামে ২টি বই।