ভারত বিভাগ সম্পর্কে আগের গবেষণাগুলি বিষয়টিকে সর্বভারতীয় স্তরে ক্ষমতা হস্তান্তরের ঘটনা হিসেবে দেখেছে অথবা বিষয়টিকে ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের বিচ্ছিন্নতার রাজনীতির উত্থান হিসেবে মূল্যায়ন করেছে। বর্তমান গবেষণাটিতে ১৯৪৬-৪৭ সালের ঘটনাবলীকে পুনর্মূল্যায়ন করা হয়েছে, যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশ বাঙলা বিভাগের দাবির পেছনে রাজনৈতিক ও সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া বিশেষভাবে সামনে উঠে এসেছে এবং হিন্দু সাম্প্রদায়িকতার উত্থানকে চিহ্নিত করা হয়েছে। চমকপ্রদ বিভিন্ন তথ্যের প্রকাশ ঘটিয়ে লেখিকা এখানে দেখিয়েছেন যে, বাঙলার হিন্দু সমাজের একটি বৃহৎ ও ক্ষমতাধর অংশ তাদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় বাঙলা বিভাগকেই একমাত্র উপায় হিসেবে বিবেচনা করেছে। এতে এই ছবিটি স্পষ্ট হয়েছে যে, স্তরে স্তরে বিভক্ত ও পরস্পর বিচ্ছিন্ন একটি সমাজ কেমন করে ভারতীয় জাতীয়তাবাদের মূল স্রোত থেকে বেরিয়ে এসেছে এবং ক্রমাগতভাবে ক্ষুদ্র ও সংকীর্ণ বিষয়াদিতে নিজেদের নিমগ্ন করেছে। বাঙলার ইতিহাস সম্পর্কে মৌলিক ও সুচিন্তিত ব্যাখ্যা দিয়ে জয়া চ্যাটার্জী নতুন প্রজন্মের সেই সব গবেষকের অন্যতম হয়ে উঠেছেন যাঁরা ঘটনার প্রকৃত বিষয় উদ্ঘাটন করতে আরো বিস্তৃত পরিসরে তথ্যসূত্র জড়ো করে সে-সবের পর্যালোচনা করতে উদ্যোগী হয়েছেন এবং পূর্ববর্তী ইতিহাসবিদদের চিরাচরিত ধারণা সম্পর্কে প্রশ্ন তুলেছেন।
পুরাে নাম আবু জাফর মােঃ ইকবাল (জন্ম ১৯৪৮ যশাের); আবু জাফর লেখক নাম। যশাের জেলার চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামে জন্ম। কয়ারপাড়া প্রাইমারি স্কুল ও চৌগাছা হাইস্কুলে লেখাপড়ার পর যশাের এম এম কলেজ থেকে তিনি স্নাতক (১৯৬৬) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (রাষ্ট্রবিজ্ঞান) (১৯৬৯) ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৭০ সালে সরকারী চাকুরিতে যােগদান এবং ২০০৬ সালে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। তাঁর রচিত বাংলা ও ইংরেজি গ্রন্থের মধ্যে আছে মওলানা আকরম খাঁ - এ ভারসেটাইল জিনিয়াস, মওলানা আকরম খাঁ (সংকলন ও সম্পাদনা), মুসলিম ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, মুসলিম উৎসব, মােগল যুগের বিচার, রাষ্ট্রদর্শনে মুসলিম মনীষা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস (১৭৫৭-১৮৫৭) এবং রসূল মুহাম্মদ (স) অনুবাদ গ্রন্থের মধ্যে আছে ঃ মহানবীর শাশ্বত পয়গাম (আবদুর রহমান আযযাম), বিশ্বনবী মুহাম্মদ (স) (যায়নুল আবেদীন রাহনুমা), মহানবীর জীবন আলাে (মার্টিন লিংগস), কূটনীতি ও ইসলাম (আফজাল ইকবাল), মুসলিম আন্তর্জাতিক আইন (মজীদ খান্দুরী সম্পাদিত), নাহজুল বালাগা (হযরত আলীর ভাষণ, চিঠিপত্র ও উপদেশ), বীর ও বীরবন্দনা (টমাস কার্লাইল), ট্রেন টু পাকিস্তান (খুশবন্ত সিং), বাঙলা ভাগ হ’ল (জয়া চ্যাটার্জী), কালের সাক্ষী ঢাকা (এ.এইচ. দানী)। প্রকাশের অপেক্ষায় : ডেমােক্রেটিক বিহেভিয়ার ও বাংলাদেশ পারসপেক্টিভ, বঙ্গভবনে দশবছর, ইসলাম ও মুসলিম উম্মাহ (মাহাথির মােহাম্মদ, অনুবাদ), বাঙলার ইতিহাস (চার্লস স্টুয়ার্ট, অনুবাদ)।