“বিবর্তনের গল্প" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ জীববিজ্ঞানের সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ বিষয়টি হলাে ‘বিবর্তন। সৃষ্টির শুরুতে এই পৃথিবী নামক গ্রহটি ছিল প্রাণহীন। অতঃপর অনুকূল পরিবেশে একদিন এই পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন সূচিত হলে ক্রমে সরল থেকে জটিল, এবং উন্নত থেকে উন্নততর জীবের আবির্ভাব ঘটতে থাকে। পৃথিবীর ৪৭০ কোটি বছরের ইতিহাসে ভূতাত্ত্বিক, জলবায়ু ও পরিবেশগত পরিবর্তন ঘটেছে বহুবার। ফলে বহু প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার পাশাপাশি নতুন পরিবেশে উদ্ভব হয়েছে : নতুন নতুন প্রজাতির। অর্থাৎ এ পৃথিবীতে হঠাৎ করে কারাে উদ্ভব হয়নি বরং সকলেই সেই আদিম জীবনের ধারাবাহিকতার ফসল। এটাই বিবর্তন। বিজ্ঞানী থিওডসিয়াস ডবঝনস্কি-র ভাষায়, বিবর্তনের আলােকে না দেখলে জীববিজ্ঞানের কোন কিছুরই আর অর্থ থাকে না। বিবর্তনের এই চিত্রটিই কয়েকটি প্রবন্ধের মাধ্যমে কিশোের বন্ধুদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জটিল তাত্ত্বিক বিষয়গুলাে কিছুটা পাশ কাটিয়ে যথাসম্ভব সহজ-সরলভাবে বিবর্তনের চিত্রটি আঁকা হয়েছে যাতে বইটি পড়তে গিয়ে আমার বন্ধুদের হোঁচট খেতে না হয়। যাদের জন্য লেখা তাদের কাছে বইটি ভাল লাগলে আমার শ্রম সার্থক হয়েছে মনে করব।