আমরা পৃথিবীতে আগমনের সময় সাথে করে একটা অদৃশ্য সাদাখাতা নিয়ে আসি। সময়ের সাথে সাথে প্রত্যেকের সাদাখাতা জীবনের বিচিত্র অনুভূতি, অভিজ্ঞতা দিয়ে বর্ণীল রঙে রঞ্জিত হতে থাকে। জীবনে চলতে চলতে কখনো কখনো মানুষকে এমন অভিজ্ঞতা বা পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যখন সে জীবনের সত্যিকার অর্থ খুঁজে পায়। এই জীবনবোধ তাকে সামনের দিনগুলোতে আরো বেশি করে সত্যিকার মানুষে পরিণত হতে অনুপ্রেরণা যোগায়। আর সেরকম ভাবনা থেকেই পারিবারিক কিছু গল্প, প্রাত্যহিক জীবন থেকে নেওয়া আমাদেরই আশেপাশের কিছু চরিত্র আর তাদের কিছু অনুভূতির সংমিশ্রণে আমার এই বইটিতে চারটি গল্প সাজাতে চেয়েছি। এই গল্পগুলোতে পাঠক খুঁজে পাবে মানুষের প্রতি মানুষের চিরন্তন ভালোবাসা, মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, সহনশীলতা, পারিবারিক বন্ধন এমন কিছু বিষয়...যেহেতু লেখক হিসেবে এটি আমার প্রথম প্রয়াস, তাই আপনাদের ভালোলাগা-ভালোবাসার ওপরেই আমার এই সৃষ্টির সার্থকতা নির্ভর করছে। লেখালেখির ব্যাপারটা অনেকটাই আমার শখের, মনের বিচিত্র অনুভূতি শব্দের মাধ্যমে প্রকাশ করতে কখনো দ্বিধাবোধ করি না। পাঠকের ভালোবাসা আমার সাহিত্যের জগতে বিচরণকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে, এটি আমার দৃঢ়বিশ্বাস। আমার শিল্পসত্তাকে আরো গভীর আর শাণিত করতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। পরিশেষে আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা জানাচ্ছি...