“মহাকাশে যা ঘটেছে” বইয়ের ভূমিকা: মহাকাশ সম্পর্কে আমাদের দেশের ছেলেমেয়েদের জানার আগ্রহ থাকলেও পর্যাপ্ত পরিমান বই না থাকায় তারা তা জানতে পারছেনা।আর সেদিকটা বিবেচনা করে এমন একটা বই সম্পাদনা না করে পারলাম না। মহাকাশ সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে যা সাধারণত আমরা অনেকেই জানিনা। আমাদের মনে অনেক প্রশ্ন জাগে কিন্তু এগুলোর কোন সঠিক উত্তর আমরা খুজে পাই না।তাই আমি বিভিন্ন বই থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে একত্রিত করেছি মাত্র।বিশেষ করে ছোটদের বিশ্বকোষ এর ১ম থেকে ৫ম খণ্ড পর্যন্ত বই থেকে বিশেষ ভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে। উক্ত বইটিতে মহাকাশের বিভিন্ন তথ্য খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। উক্ত বইটির অনেক অংশ আমারই সম্পাদিত বই “সাধারণ জ্ঞান মহাকাশের কথা” নামের বইটিতে থেকে নেওয়া হয়েছে।সেই বইটিতে মহাকাশ সম্পর্কে এত বিস্তারিত দেওয়া ছিল না তাই মহাকাশের আরও কিছু তথ্য হাতের কাছে পাওয়াতে শুধুই মহাকাশের বিভিন্ন তথ্যের উপর এ বইটি প্রকাশ করা হলো। উক্ত বইটি ছাত্র ছাত্রীসহ সকল শ্রেণীর মানুষের প্রয়োজনে আসবে বলে আমি মনে করছি। আমি যে সকল বই ও পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করেছি সেসব বই ও পত্রিকার লেখক, প্রকাশক বা এর সাথে সংশ্লিষ্ঠ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।বিশেষ করে “ছোটদের বিশ্বকোষ-এর ১ম থেকে ৫ম খণ্ড”-এর লেখক-এর নিকট আমি চির কৃতজ্ঞ। উক্ত বইটি আপনাদের সামান্যতম উপকারে আসলে তবেই আমার শ্রম স্বার্থক হবে। শ্রাবণ আহমেদ